Advertisement
  • দে । শ
  • জুন ৬, ২০২৪

মিনাখাঁয় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আরম্ভ ওয়েব ডেস্ক
মিনাখাঁয় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

ভোট মিটতেই অশান্তি বসিরহাট লোকসভা কেন্দ্রে মিনাখাঁ বিধানসভা এলাকায়। বমনপুকুর গ্রামে আক্রান্ত বিজেপি। অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি নেতা কর্মীদের হুমকি দিচ্ছে। ভয় দেখিয়ে ব্যবসা বন্ধ করে দিচ্ছে। কারো দোকান খুলতে দিচ্ছে না। আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিনাখাঁয় যেতেই তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখ পড়েন। উত্তেজনা দেখা দেয় মিনাখাঁর বামনপুকুর এলাকায়। বৃহস্পতিবার বিকেলে মিনাখাঁর বামনপুকুরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। ‘‌গো ব্যাক’‌ স্লোগান শুনতে হয় সুকান্তকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতায় দলীয় কর্মসূচি সেরে বসিরহাট লোকসভা কেন্দ্রে মিনাখাঁ ও সন্দেশখালি বিধানসভার কয়েকটি এলাকায় দলীয় কর্মী ও নেতাদের বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল। বিজেপির অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই মিনাখাঁর দক্ষিণ বামনপুকুর, কুমারজোল, ঝিকরা এলাকায় বিজেপি কর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। দোকান খুলতে বাধা দেওয়া হচ্ছে, মারধোর খুনের হুমকি দিচ্ছে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। এদিন সুকান্ত মজুমদার সেই সব কর্মী সমর্থকদের বাড়িতে যাওয়ার উদ্দেশে মিনাখাঁয় আসেন। বামনপুকুরে বিজেপি রাজ্য সভাপতির কনভয় আসতেই শতাধিক মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ তৃণমূল পরিকল্পিত ভাবে এই সুকান্তকে হেনস্তার ছক কষেছি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপিকে প্র‌ত্যাখ্যান করেছে মানুষ। মিনাখাঁয় অশান্তি পাকাতেই বিজেপি রাজ্য সভাপতি এসেছিলেন। সাধারণ মানুষ বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চক্রান্তের বিরোধীতা করেছে। সুকান্ত মজুমদার বসিরহাটে পুলিশ সুপারের অফিসে স্মারকলিপি দেন। সুকান্ত বলেন, সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এখানে আসা। তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পর বিজেপি নেতা কর্মীরা আতঙ্কে রয়েছেন। এটা কখনওই বরদাস্ত করা হবে না। প্রতিরোধ হবে। ‌অন্যদিকে তৃণমূলরে ২ গোষ্ঠীর বিবিদের জেরে মিনাখাঁ কয়েকটি বাড়ি ভাংচুর হয়েছে। জানা গেছে মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মন্ডল ও তাঁর স্বামী ,ব্লক তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মন্ডল ও হাড়োয়ার তৃণমূল নেতা খালেক মোল্লার গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!