Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৭, ২০২৪

দলীয় বৈঠকে অভিমানি শুভেন্দু। মোদির স্লোগান বদলের ডাক দিয়ে, নিজেই বদলালেন মত

আরম্ভ ওয়েব ডেস্ক
দলীয় বৈঠকে অভিমানি শুভেন্দু। মোদির স্লোগান বদলের ডাক দিয়ে, নিজেই বদলালেন মত

লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে বহুদিন হল। দুটিতেই বঙ্গে ভরাডুবি হয়েছে বিজেপির। এবার সে দলের অন্যতম নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিীর গলায় শোনা গেল বিদ্রোহের সুর।
বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির বৈঠকে নিজের ঘাড় থেকে পরাজয়ের দায় ঝেড়ে ফেলতে সচেষ্ট হলেন নন্দিগ্রামের বিধায়ক। বললেন, আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে আমি নেই। ‘ বস্তুত নিজের দলীয় সতীর্থ সুকান্ত মজুমদার তাঁর নিজের দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে শুভেন্দুর এমন মন্তব্যে নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল।

ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনার জন্য সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক ডাকে পদ্ম শিবির। সেখানে তাঁর বক্তব্য রাখতে গিয়ে সাংগঠনিক দক্ষতা অদক্ষতা ছাড়াও কীভাবে বিপদের সময় দলের কর্মীদের পাশে দাঁড়ান তিনি , সে প্রসঙ্গেও বক্তব্য রাখেন শুভেন্দু। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতাদের সামনে নিজের ক্ষোভের কথা বলেন শুভেন্দু। সেখানে বক্তৃতার মধ্যে সাঙংগঠনিক দুর্বলতার দায় সুকান্ত মজুমদারের দিকে ঠেলে দেন তিনি।

তিনি বলেন, ‘আমার সংগঠন নিয়ে যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছি সুনীল বনসলকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানিয়ে এসেছি কীভাবে বাংলাকে বাঁচানো যায়।’কর্মীদের জন্য রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন সেকথাও তুলে ধরেন তিনি। তবে নতুন একটি বিষয়ে আলোকপাত করেছেন তিনি।

তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এই স্লোগান আর দেবেন না শুভেন্দু। যারা তাদের সঙ্গে থাকবেন, তাঁদেরই বিকাশ করুক বিজেপি শাসিত সরকার। পাশাপাশি দলের তরফে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার আবেদন জানান তিনি। তাঁর বক্তব্য, রাষ্ট্রবাদী সংখ্যালঘু কথাটা বললেও তাঁর বক্তব্যে দলের আভ্যন্তরীণ অশান্তির পরিবেশ ফুটে উঠেছে। সেক্ষেত্রে সংখ্যালঘু মোর্চা অবলুপ্ত হলে পদ্ম শিবিরের গ্রহণযোগ্যতা আরও কমবে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

প্রথম বক্তব্যের ঘন্টা তিনেক পরেই নিজের এক্সে আরেকটি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে তিনি লেখেন আমার বক্তব্যের ভুল এবং অপব্যক্ষা করা হয়েছে । যারা জাতীয়তাবাদী, দেশ এবং বাংলার উন্নয়ণে যাঁরা প্রণিত তাদের সঙ্গে আমরা সবসময় থাকব । যারা দেশ এবং বাংলা বিরোধী তাদের চক্রান্ত জনসমক্ষে আনাই আমাদের লক্ষ্য, যেমন মমতা বন্দোপাধ্যায়


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!