- এই মুহূর্তে দে । শ
- জুন ১৩, ২০২৪
রাজভবনে ঢুকতে বাধা শুভেন্দুকে। শুক্রবারে হাইকোর্টে মামলার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা
রাজভবনে ভোট পরবর্তী সন্ত্রাসে ‘ঘরছাড়া’দের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ আটকে দিল কলকাতা পুলিশ। ক্ষুব্ধ শুভেন্দু বললেন, ‘৭৭ সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। রাজ্যপালের অনুমতি সাপেক্ষে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে এসেছিলাম। অথচ দুপুর ৩টে থেকে রাজভবনের তিনদিকের রাস্তা আটকে রাখা হয়েছে।’ ক্ষুব্ধ বিরোধী দলনেতা পুলিশের বিরুদ্ধে ‘অতি সক্রিয়তার’ অভিযোগ আনলেন।
শুভেন্দু অভিযোগ করেছেন, নির্বাচন শেষ হলেও রাজ্যে সন্ত্রাসের ছবিটা পাল্টায়নি। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। তাঁর দাবি ইতিমধ্যে সাত হাজার মানুষের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। ১২ হাজার জন মানুষের রেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফ্যাসিবাদী’ আখায় দিয়ে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘ আমি ওনার মতো ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করি না। নয়ত আমরাও জোর করে ঢোকার চেষ্টা করতে পারতাম। তবে সেটা করিনি। আইনি পথেই ব্যবস্থা নেব। আদালতে যাব। আজ পুলিশ আমাকে রাজভবনে ঢুকতে দিল না। এমন ব্যবস্থা করব, ওরাই স্যালুট করে রাজভবনে নিয়ে যাবে।’
#WATCH | Kolkata: West Bengal LoP Suvendu Adhikari reached the Raj Bhavan along with victims of post-poll violence.
He says, “For the first time after independence, we have been stopped outside Raj Bhavan. They didn’t let the LoP go in. The Governor called in the victim with… pic.twitter.com/mVgsGUippO
— ANI (@ANI) June 13, 2024
শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁরা ২ কোটি ৫০ লক্ষ মানুষের ভোটের বলে বলিয়ান। তাই লড়াই আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ব্যাপারে অবশ্য পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যের শাসক দল তৃণমূল অবশ্য শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েনি। শুভেন্দুর রাজভবন অভিযানকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,’বাংলায় ভরাডুবির পর নজর ঘোরাতেই কিছু লোককে খাইয়ে দাইয়ে রেখে ঘরছাড়ার নাটক করছে বিজেপি। ‘ এতেই থামেননি কুণাল। পদ্ম শিবির ও বিরোধী দলনেতা দুজনের উদ্দেশ্যেই কটাক্ষ করে তিনি জানিয়েছেন, বাংলায় আসল ঘরছাড়া একজনই, তিনি দিলীপ ঘোষ। শুভেন্দুর উচিত ছিল তাঁকে নিয়ে যাওয়া। পাশাপাশি রাজ্যপালের উদ্দেশ্যেও কটাক্ষ করে তিনি বলেছেন, শুভেন্দু যার কাছে ঘরছাড়াদের নিয়ে যাচ্ছেন , তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল , তা রাজ্যের মানুষের মনে আছে।
শুভেন্দু অধিকারী অবশ্য শুক্রবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে জানিয়েছেন। তাঁর দাবি রাজভবনের তরফে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করা হয়েছে। শুভেন্দু কলকাতার পুলিশ কমিশনারকেও এই ব্যাপারে ‘প্রস্তুত’ থাকার হুঁশিয়ারি দিয়েছেন।
❤ Support Us