Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২১, ২০২৩

শাহকে মমতার ফোন, কোর্টে প্রমাণ দেব আজই । হুঁশিয়ারি শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহকে মমতার ফোন, কোর্টে প্রমাণ দেব আজই । হুঁশিয়ারি শুভেন্দুর

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব ইদানী্ং চরম আকার নিয়েছে। সম্প্রতি হুগলির সিঙ্গুরে শুভেন্দু অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা বাতিলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার ফোন করেছেন।  তৃণমূলের জাতীয় দলের তকমা যেন বাতিল না হয়, সেব্যাপারে শাহর হস্তক্ষেপ চেয়েছেন মমতা।

এনিয়ে বিতর্কের আবহেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুক্রবার শাহকে মমতার ফোন সম্পর্কিত বিষয় নিয়ে প্রমাণ পেশ করবেন তিনি। যদিও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শাহকে ফোন করা নিয়ে যে অভিযোগ তুলেছেন শুভেন্দু তা প্রমাণ করতে পারবেন মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন তিনি। এরপর আজ সারাদিনে জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা বলেছেন, গত ১২ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সময়সীমায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন রেকর্ড করা আছে। যথাসময়ে তিনি তা আদালতে পেশ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু।

বিষয়টি নিয়ে আসরে অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অভিষেক বলেছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু অধিকারী যে অভিযোগ তুলেছেন, কোনওভাবেই তা প্রমাণ করতে পারবেন না শুভেন্দু।

তৃণমূল সূত্রের খবর, শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে ওঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এদিকে শুভেন্দুর বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ল্যান্ডলাইনে কথোপকথনের বিষয়টি তিনি প্রকাশ্য আনতে চাইছেন না। আদালতকে যা জানানোর জানাবেন বলেও হুমকি দিয়েছেন।

শুভেন্দু বলেছেন, রামনবমীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের অনভিপ্রেত বক্তব্য পেশ করেছেন, সেব্যাপারে বিহিত চাইতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। প্রসঙ্গত, রামনবমী উপলক্ষে মমতার যে বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু, তা দুটি পৃথক বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বক্তব্য পেশ করেন একটি টিভি চ্যানেলে। শুভেন্দুর কথায়, আপত্তিকর আরেকটি বক্তব্য মমতা পেশ করেছেন দীঘাতে রামনবমী উপলক্ষে আয়োজিত একটি জনসমাবেশে।

শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে বাংলায় দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছেন। মুখ্যমন্ত্রীকে এই অভিযোগ প্রমাণ করতে হবে। এছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ৩৫টি আসনে জয় সংক্রান্ত শাহর মন্তব্যকে মমতা বন্দ্যোপাধ্যায় বিকৃতভাবে উপস্থাপিত করেছেন বলেও শুভেন্দুর দাবি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!