- দে । শ
- মে ৮, ২০২৩
সোনিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপির স্মারকলিপি, দলের স্বীকৃতি বাতিলের দাবি
সোমবার প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। কর্নাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে সম্প্রতি সোনিয়ার করা মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে সোনিয়া এবং কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সোনিয়া ওই নির্বাচনী সমাবেশে বলেছিলেন, কর্ণাটকের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষায় কারও কোনও হুমকি গ্রাহ্য করা হবে না।
সোনিয়ার এই বক্তব্য কর্নাটক প্রদেশ কংগ্রেস শেয়ার করেছে টুইটারে। কংগ্রেসের তরফে টুইট করে এও বলা হয়েছে, কর্নাটকের ৬ কোটির বেশি ভূমিপুত্রকে সোনিয়া এই মন্তব্য করে জোরালো বার্তা দিয়েছেন। আর বিজেপির আপত্তি কর্নাটকের সার্বভৌমত্ব সম্পর্কে সোনিয়ার মন্তব্যকে ঘিরেই।
সূত্রের খবর, সোনিয়ার ওই বক্তব্যের বিরোধিতা করে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দর সিংয়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে। নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে, অবিলম্বে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপির তরফে এও অভিযোগ করা হয়েছে, সোনিয়া নির্বাচনী সমাবেশে যে মন্তব্য করেছেন তা প্ররোচনাদায়কই শুধু নয়, কর্নাটকের শান্তিপ্রিয়, প্রগতিশীল নাগরিকদের ক্ষেত্রে সোনিয়া অনভিপ্রেত মন্তব্য করেছেন। কংগ্রেসের স্বীকৃতি বাতিলের দাবিও জানিয়েছে বিজেপি।
নির্বাচন কমিশনকে দায়ের করা অভিযোগে বিজেপি এও বলেছে, কেবলমাত্র ভোটের রাজনীতি করতে সোনিয়া যে মন্তব্য করেছেন, তা কেবলমাত্র বিশেষ কয়েকটি সম্প্রদায় বা গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করবে। ওদের সমর্থন আদায়ে সোনিয়ার মন্তব্য দেশের পরিপন্থী। আসলে কংগ্রেস কর্নাটক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে। মদতপুষ্ট হচ্ছে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া কিংবা টুকরে টুকরে গ্যাং। প্রসঙ্গত, বিজেপি রাজনৈতিক বিরোধীদের টুকরে টুকরে গ্যাং হিসেবে অভিহিত করে। যদিও ২০২০ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তথ্যের অধিকার আইনে দায়ের হওয়া মামলার জেরে জানায়, টুকরে টুকরে গ্যাংয়ের অস্তিত্ব সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই।
তবে সম্প্রতি কর্নাটকে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, টুকরে টুকরে গ্যাং কংগ্রেসের শীর্ষস্তরেও পৌঁছে গিয়েছে।
❤ Support Us