- এই মুহূর্তে দে । শ
- জুন ২৩, ২০২৩
পাটনায় বিরোধী জোটের মহা সম্মেলনকে দিলীপের কটাক্ষ

পাটনায় ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে অবিজেপি দলগুলির আজ মহা সম্মেলন। আর এই মহা সম্মেলনকে শুক্রবার তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, “যে নেতাদের কেউ পোছে না তারা বৈঠক করতে যাচ্ছে। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হাওয়া দিয়ে নরেন্দ্র মোদি হঠাও বলে জোট তৈরি হয়েছিল। তার ফলে তৃণমূলের এক ডজন আসন কমেছে। এবার আবার নীতিশ কুমাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাওয়া দিচ্ছেন। এবারও তৃণমূলের লোকসভায় আসন কমবে। যাঁদের কেউ পাত্তা দেয় না তাঁরা রাজনৈতিক পর্যটন করছেন। নীতিশ কুমারের একজন প্রতিনিধিও এবার সংসদে যেতে পারবে না।”
এদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “এনডিএ বলে একটা বস্তু আগে ছিল। তাতে যে সমস্ত দল ছিল তারা কি এখনও এনডিএতে আছে? নীতিশ কুৃমারতো ছিলেন এনডিএতে। তিনি তো এখন এনডিএতে নেই। আর জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ইন্দিরা গান্ধির বিরুদ্ধে জোট হয়েছিল পাটনা থেকে। সেই জোট যদি ইন্দিরা গান্ধিকে হারাতে পারে তাহলে নরেন্দ্র মোদিকে হারানো এমন কি?”
তবে মমতা বন্দ্যোপাধ্যায় পাটনা থেকে জোট নিয়ে গতকালই কৌশলী বার্তা দিয়ে বলেছেন, “আমরা এক সঙ্গে লড়ব।” তবে তিনি “একের বিরুদ্ধে এক”, ফর্মুলায় কি বাংলার বাম, কংগ্রেস রাজী হবে? এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও উত্তর দেননি।
❤ Support Us