Advertisement
  • ভা | ই | রা | ল
  • নভেম্বর ৮, ২০২২

মদ্যপান করুন, গুটখা খান, কিন্তু জল বাঁচান।ভাইরাল, বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের নয়া স্লোগান

আরম্ভ ওয়েব ডেস্ক
মদ্যপান করুন, গুটখা খান, কিন্তু জল বাঁচান।ভাইরাল, বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের নয়া স্লোগান

অদ্ভুতুড়ে কর্মকান্ড আর বেঁফাস মন্তব্যে বরাবরই কেড়েছেন প্রচারমাধ্যমের লাইম লাইট । সম্প্রতি জল সংরক্ষণের এক কর্মশালায় তাঁর বক্তব্য আবার ভাইরাল । উনি জনার্দন মিশ্র, মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ । গত রবিবার, তাঁর নির্বাচন কেন্দ্র রেওয়ায় জল সংরক্ষন নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি বলেছেন, ভূপৃষ্ঠ ক্রমশই জলশূণ্য হচ্ছে, বাড়ছে জলের আকাল । তাই জলের অপচয় বন্ধ করতে দেশের জনগণের উদ্দ্যেশে তাঁর বার্তা — গুটখা, মদ্যপানে করুন । প্রয়োজনে থিনার, আয়োডেস্ক খেয়ে নেশায় মশগুল হোন, কিন্তু বন্ধ করুন জলের অপচয় । জলই জীবন, এর গুরুত্ব বুঝতে হবে ।

এই ভাইরাল ভিডিয়োও তিনি আরও বলেছেন, কেন্দ্র বা রাজ্য সরকার যদি জল কর প্রত্যাহারের ঘোষণা করে, তবে তার বিরোধিতা করা উচিত । প্রয়োজনে অন্যান্য কর, বিদ্যুতের বিল প্রত্যাহার করুক সরকার, কিন্তু জলের কর মুকুব করা উচিত নয় । তাঁর এধরনের বক্তব্য বা কর্মকান্ড প্রথম নয় । মধ্যপ্রদেশের এই বিজেপি সাংসদের নানা কীর্তি এর আগেও সংবাদ শিরোনামে এসেছে । দিন কয়েক আগে, হাত দিয়ে জন সৌচাগার পরিষ্কারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল তাঁর ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!