Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৩, ২০২৪

ফলপ্রকাশের একদিন আগেই দলীয় বৈঠক বিজেপি সভাপতির আবাসে

আরম্ভ ওয়েব ডেস্ক
ফলপ্রকাশের একদিন আগেই দলীয় বৈঠক বিজেপি সভাপতির আবাসে

আগামীকাল ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা । বিজেপির  কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত রাজ্যের নেতৃত্বের কাছে বিজয় মিছিল বা উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এক্সিট পোল রিপোর্ট। তাতে দেখানো হয়েছে যে, তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। ৪০০ আসন । এ রাজ্যে পদ্ম শিবিরের   বেশ কিছু আসন বৃদ্ধি হতে পারে । সে খবরে বহু এলাকায় উৎসাহী কর্মীরা বিজয় উৎসব পালন শুরু করেছেন বলে জানা গেছে। চলেছে পরস্পরকে গেরুয়া আবীর মাখানো, মিষ্টিমুখও। কিন্তু এখনই এসব উৎসব পালনে ঘোরতর বিরোধিতা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের দাবি, গণনার দিন মূল ফল ঘোষণা হবে, তারপর বিজয় মিছিল বের করা হোক। উৎসব পালনের অনেক সময় পাওয়া যাবে । শুধু তাই নয় গণনা কেন্দ্রের বাইরেও কোনও উচ্ছ্বাস প্রকাশ করা যাবেনা।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কাউন্টিং এজেন্টদের আমরা বলেছি, এগজ়িট পোলে কী দেখিয়েছে, তা নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। শেষ মুহূর্ত পর্যন্ত গণনাকেন্দ্রগুলিতে মাটি কামড়ে পড়ে থাকতে হবে।’

শাসক দল তৃণমূল দাবি করেছে, এর আগে এক্সিট পোল রিপোর্ট বহুবার মিথ্যা প্রমাণিত হয়েছে। সে ভয়ই পাচ্ছে বিজেপি। সংযত থাকতে নির্দেশ দেওয়ার কারণ সেটাই। দলের মুখপাত্র শান্তনু সেনের মতে, ৪ তারিখ সব সত্য সামনে চলে আসবে। তাই এই নির্দেশিকা।

আগামীকাল গণনার পর বিজয় মিছিল বের করতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ সোমবার সেই মর্মে একটি বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিএল সন্তোষ সহ দলের সিনিয়র নেতারা। বৈঠক হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে।লোক কল্যাণ মার্গ থেকে বিজেপির সদর দফতর পর্যন্ত নরেন্দ্র মোদি রোড শো করবেন বলেও জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!