Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৮, ২০২৩

এগিয়ে আসবে লোকসভা নির্বাচন ? গেরুয়া শিবিরে শুরু নির্বাচনী হিসেব নিকেশ।সাংগঠনিক পুনর্গঠনে বাড়তি গুরুত্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
এগিয়ে আসবে লোকসভা নির্বাচন ? গেরুয়া শিবিরে শুরু নির্বাচনী হিসেব নিকেশ।সাংগঠনিক পুনর্গঠনে বাড়তি গুরুত্ব

পরিস্থিতি অনুকূল হলে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আগাম লোকসভা নির্বাচনে যাওয়ার বিকল্প উপায় নিয়ে চিন্তা করছে বলে একটি বিশেষ  সূত্র জানিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড় রাজ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে এবং দলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুরুত্বপূর্ণ বৈঠকের কয়েকদিন পর এই বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে ওই সূত্রটি জানাচ্ছে।

আগাম লোকসভা নির্বাচনে যাওয়ার কারণ হিসেবে বিজেপি মনে করছে এর ফলে যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে বিজেপি জয়ের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় পৌঁছতে পারবে বলে ওই সূত্রটি জানাচ্ছে।

তবে বিজেপি এই সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে তখনই নেবে যখন তারা রাজ্যগুলির নির্বাচনে নিজেদের আধিপত্য পুরোপুরি কায়েম করার জায়গায় পৌঁছবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে প্রধানমন্ত্রী বলেছেন বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে দলীয় সম্ভাবনার মূল্যায়ন করতে। এর আগে, এই বছর বা  ২০২৪ সালের শুরুর দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে  বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব মঙ্গলবার রাজধানীতে ২ দিনের বৈঠক করেছে। ওই বৈঠকের থেকে জানা গেছে, বিজেপিতে সাংগঠনিক পুনর্গঠন শুরু হয়েছে। সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি কেন ক্ষমতায় ফিরে আসতে ব্যর্থ হয়েছে, তাও এই বৈঠকে আলোচনা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!