Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১০, ২০২৩

মুখ্যমন্ত্রীর পাঠানো পুজোর উপহার ফিরিয়ে দিল বিজেপি পরিষদীয় দল

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রীর পাঠানো পুজোর উপহার ফিরিয়ে দিল বিজেপি পরিষদীয় দল

উৎসবে উপহার পাঠিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতি করে আসছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর এই উৎসবে উপহার দেওয়ার পরিধি বেড়েছে। সাংবাদিক, অভিনেতা,অভিনেত্রী, রাজনৈতিক তা সে নিজের দলের বা বিরোধী যে দলেরই হন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুজোর উপহার পাওয়া খুব স্বাভাবিক ঘটনা। এবার পুজোয় মুখ্যমন্ত্রীর দেওয়া সেই পুজোর উপহার ফিরিয়ে দিল বিজেপি পরিষদীয় দল। উৎসবের আঙিনায় প্রবেশ করে ফেলল রাজনীতির ঝাঁজ।

বিধানসভা সূত্রে জানা গেছে, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর তরফে দুর্গোৎসবের উপহার এসে পৌঁছয় বিধানসভায়। শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মহিলা বিধায়কদের জন্য শাড়ি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শাড়ি ফিরিয়ে দিয়েছেন বিরোধী বিধায়কেরা। বিধানসভা সূত্রে খবর, বিজেপি বিধায়কদের জন্য আসা উপহারগুলি নিয়ে বিরোধী দলের ঘরে পৌঁছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা দিয়ে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির ৭ মহিলা বিধায়কের জন্য উপহারের শাড়ি ফিরে এসেছে সরকারি মুখ্য সচেতকের দফতরে।

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ব্যর্থতায় কামদুনির দোষীরা ছাড়া পেয়ে গেল। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মারা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। নারীদের উপরে অত্যাচার হচ্ছে। বিধানসভায় আমাদের কথা বলতে দেওয়া হয় না। এর পর উনি কী করে আশা করেন উনি শাড়ি দেবেন, আমরা সেই শাড়ি পরে ঘুরে বেড়াব!’’ অগ্নিমিত্রা জানান, তাঁদের অনুপস্থিতিতে মন্ত্রী ফিরহাদ বিরোধী দলের ঘরে শাড়িগুলি রেখে গিয়েছিলেন। বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা না করে তাঁরা শাড়ি ফিরিয়ে দিয়েছেন। অগ্নিমিত্রার মতে, তাঁদের “অসম্মান’ করতেই তাঁদের না জানিয়ে ওই ভাবে শাড়ি রেখে যাওয়া হয়েছিল।” বিরোধীদের এই সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী ফিরহাদ বলেন, ‘‘এটা আমাদের সৌজন্যের সংস্কৃতি। বিরোধীরা তা জানেন না। কী বলার আছে!’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!