- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২২, ২০২৪
রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না আদবানি, যোশি
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাচ্ছেন না ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি এবং বিজেপি-র প্রাক্তন সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশি। স্বাস্থ্যের কারণেই অযোধ্যায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাম মন্দির প্রতিষ্ঠার এই দুই মূল হোতা ।
রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে প্রথমে আদবানি ও যোশিকে অনুষ্ঠানে না আসার কথা বলা হয়েছিল। স্বাস্থ্যের কারণেই দুজনকে অনুষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছিল। পরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কৃষ্ণ গোপাল রাম লাল এবং বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার আদবানির বাড়িতে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার মতো অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে দারুন খুশি হয়েছিলেন আদবানি। তিনি সপ্তাহখানেক আগে অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছের কথাও জানিয়েছিলেন। কিন্তু ঠান্ডা আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আমন্ত্রণ পাওয়ার পর আদবানি বলেছিলেন, “আমাদের প্রচেষ্টার ভিত্তিতে অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হয়েছে। বহু দশকের প্রচেষ্টায় আমরা নিজস্বতা খুঁজে বার করতে সক্ষম হয়েছি। অবশেষে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে গোটা দেশের পরিস্থিতি মঙ্গলময় হয়ে উঠেছে। কোনও না কোন জন্মে ভালো কাজ করার ফল পাচ্ছি। আমি অবশ্যই এই অনুষ্ঠানে থাকার চেষ্টা করব।” তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছিল, আদবানিকে সমস্ত রকম চিকিৎসার সুযোগ দেওয়া হবে তা সত্ত্বেও শারীরিক কারণে অনুষ্ঠানে হাজির হতে পারলেন না। একসময় রাম মন্দির প্রতিষ্ঠার মূল হোতা ছিলেন আদবানি ও যোশি। অথচ দুজনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে নেই।
❤ Support Us