Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৭, ২০২৩

এখনই লোকসভা নির্বাচন হলে বাংলায় ৯টির বেশি আসন পাবে না বিজেপি ! অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্টে চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে

আরম্ভ ওয়েব ডেস্ক
এখনই লোকসভা নির্বাচন হলে বাংলায় ৯টির বেশি আসন পাবে না বিজেপি ! অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্টে চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে

২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে উদ্বেগে বঙ্গ বিজেপি। কারণ দলের অভ্যন্তরীণ সমীক্ষায় বলছে, বাংলা থেকে সেই অর্থে আসন পাওয়ার সম্ভাবনা নেই বিজেপির। সমীক্ষা বলছে, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে বাংলা থেকে ৯টি আসন জিততে পারে বিশ্বের সবচেয়ে বড় দল। তাই এখনই এই দুর্বল পরিস্থিতির দ্রুত পরিবর্তন করতে উঠে পড়ে লাগছে বিজেপি নেতৃত্ব।

তাহলে কোন ভিত্তিতে অমিত শাহ বাংলায় এসে ৩৫টি আসন পাওয়ার দাবি করে গেলোন? বিজেপির অন্দরের খবর, বাংলা থেকে বারংবার যে রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গিয়েছে, সেখানে সেখানে বাংলার লোকসভা নির্বাচনের ফল দারুণ হবে বলে উল্লেখ করা হয়েছে। অথচ কেন্দ্রীয় নেতারা বাংলায় এখন দলের পরিস্থিতি পর্যালোচনা করে বুঝতে পারছেন, এখানে সেই অর্থে সংগঠন না থাকায় লোকসভা নির্বাচনে আগের মতো আসন জেতা আর বিজেপির পক্ষে সম্ভব নয়।

বঙ্গ বিজেপি সূত্রের খবর, এই সমীক্ষার ফল বলছে, পশ্চিমবঙ্গে এখন যে ৯টি লোকসভা কেন্দ্রে বিজেপির জিততে পারে বলে উঠে এসেছে তার মধ্যে গতবারের জেতা ৫টি আসন রয়েছে। নতুন করে তারা জিততে পারে চারটি আসন। তার মধ্যে আছে বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের দু’টি করে আসন রয়েছে। সুতরাং এই সমীক্ষা সত্যি হলে বাংলায় এক ঝাঁকুনিতে বিজেপির আসন সংখ্যা অর্ধেক হয়ে যাবে। বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বিজেপি।

অন্যদিকে এবার লোকসভা নির্বাচনের আগে থেকেই এই সমীক্ষার কাজ শুরু করেছিলেন অমিত শাহ। সম্প্রতি বাংলা নিয়ে রিপোর্ট চেয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। কেন্দ্রীয় নেতারা তা দিয়েছেন। সূত্রের খবর, নড্ডাকে যে রিপোর্ট কেন্দ্রীয় পর্যবেক্ষকরা দিয়েছেন তার সঙ্গে সমীক্ষকদের রিপোর্ট মিলছে না। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কৃষ্ণনগর, মালদা দক্ষিণ, দমদম, কলকাতা উত্তর, আরামবাগ, কাঁথি এবং তমলুক আসনে এবার বিজেপির অবস্থা আগের চেয়ে ভাল। তার মানে এই নয় যে জয় নিশ্চিত। তবে বারাসত, বীরভূম, বোলপুর আসনে বিজেপির জেতার সম্ভাবনা প্রবল।

রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে নয়াদিল্লির বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ঠিক হয়েছে এই ড্যামেজ কন্ট্রোল করতে বিধানসভা ভিত্তিক ‘প্রবাস’ কর্মসূচি নেওয়া হবে। প্রত্যেকটি বুথে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করবেন নেতারা। আর মানুষকে একটি নম্বরে ‘মিসড্ কল’ দেওয়ার অনুরোধ করবেন নেতারা। কোথা থেকে ওই নম্বরে ফোন আসছে তা দেখেই প্রকৃত পক্ষে বোঝা যাবে কোথায় প্রচার হচ্ছে। এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, ‘বাংলা থেকে ২০২৪ সালে বিজেপির লোকসভা আসনের সংখ্যা ২৪টির পর থেকে গোনা শুরু হবে।’‌ একই রকম ভাষণ বাংলায় লোকসভা নির্বাচনে আসন পাওয়া নিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সত্যিই যদি বিজেপির সমীক্ষার ফল লোকসভা নির্বাচনের ফলে প্রতিফলিত হয় তাহলে শুভেন্দু অধিকারীর অবস্থা কী হবে? সেই প্রশ্ন তুলছে তৃণমূল শিবির।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!