Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২, ২০২৩

দিনহাটায় বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে খুন, মৃত যুবক বিজেপি কর্মী, দাবি বিজেপির, অভিযোগ তৃণমূলের দিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
দিনহাটায় বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে খুন, মৃত যুবক বিজেপি কর্মী, দাবি বিজেপির, অভিযোগ তৃণমূলের দিকে

পঞ্চায়েত নির্বাচন এখনও ঘোষণা হয়নি। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় খুন,রক্তপাত, বোমা বিস্ফোরণ, বোমা উদ্ধার চলছে। এরই মধ্যে শুক্রবার দিনহাটায় বাড়িতে ঢুকে দুপুর বেলা মাথায় গুলি করে খুন করা হল প্রশান্ত রায় বাসুনিয়া নামে এক যুবককে। ওই যুবককে ঘরের মধ্যে তাঁর মায়ের সামনেই বাড়িতে ঢুকে দুস্কৃতীরা গুলি করে খুন করে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ রয়েছে। পুলিশ এসে প্রশান্তকে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রশান্ত রায় বাসুনিয়া বিজেপির স্থানীয় ২৩ নম্বর মণ্ডলের সভাপতি বলে বিজেপির দাবি। প্রশান্তকে খুনের ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

এই ঘটনায় দিনহাটার তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, “এই খুনের ঘটনায় তৃণমূলের কোনও সম্পর্ক নেই। মৃত প্রশান্ত রায় বাসুনিয়া সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল। এটা বিজেপির অন্তর্কলহের ফল।”
উদয়ন গুহ আরও বলেন, “দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে মৃত যুবকের বাড়ি। নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে কেউ বেরিয়ে প্রশান্তকে গুলি করে আবার তাঁর বাড়িতে ঢুকে যেতে পারে। এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। কেন না নিশীথ প্রামাণিকের বাড়িতে দুস্কৃতীদের জায়গা হয়।” দিনহাটার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর এলাকায় সমাজবিরোধী কাজকর্ম হয় কি করে? এই প্রশ্নে উদয়ন গুহ বলেন, “যে মারা গেছে তার বাড়ি কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রীর বাড়ির কাছে। আমার বাড়িটা নিহত ব্যক্তির বাড়ি থেকে অনেক দূরে।”

এদিকে এই খুনের ঘটনায় বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,”রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। সকাল,দুপুর,রাত্রি যখন খুশি তৃণমূলের দুস্কৃতীরা এই ভাবে মামুষ খুন করছে। কেন না ওরা জানে ওদের কিছু হবে না। সঙ্গে তৃণমূল আছে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!