Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১০, ২০২৪

কোলাঘাটে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গেল গোটা বাড়ি

আরম্ভ ওয়েব ডেস্ক
কোলাঘাটে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গেল গোটা বাড়ি

গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে মারা গিয়েছিল ৯ জন। বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই পূর্ব মেদিনীপুরে আবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এবার উড়ে গেল একটা গোটা বাড়ি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ কোলাঘাট থানার পয়াগ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। বাড়িতে থাকা আনন্দ মাইতির পরিবারের লোকজন দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন স্হানীয় মানুষ। তাঁরা আগুন নেভাতে শুরু করেন। খবর পেয়ে দমকল ও কোলাঘাট থানার পুলিশ ছুটে আসে। দমকলের দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণে বাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিতে অবৈধ বাজি কারখানা ছিল বলে স্থানীয়দের অভিযোগ। ওই বাড়িটিতে ছাড়াও পয়াগ গ্রামে একাধিক অবৈধ বাজি কারখানা রয়েছে। বছরের পর বছর ধরে অবৈধভাবে বাজির ব্যবসা চলছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের মদতেই অবৈধ বাজি কারবারিরা ব্যবসা চালাচ্ছেন। গত বছরের ১৬ মে এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটার পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। তাতেও অবৈধ বাজি কারখানা বন্ধ হয়নি। খাদিকুলের ঘটনার এক বছর কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!