- দে । শ
- অক্টোবর ২১, ২০২৪
উপ নির্বাচনের আগে হাড়োয়ায় মুড়ি মুড়কির মত বোমাবাজি। উত্তেজনা।

মুড়ি মুড়কির মত বোমাবাজিতে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকা। রবিবার রাতে হাড়োয়া গোপালপুর ২ পঞ্চায়েত এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। তাতে ২ জন তৃণমূল সমর্থক জখম হন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দল নাকি বিরোধীদের সন্ত্রাস এনিয়ে শুরু হয়েছে চাপানউতোর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১২ টা নাগাদ গোপালপুর ২ পঞ্চায়েতের খাটরা গ্রামে বোমাবাজি শুরু হয়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। দুস্কৃতীরা গ্রামবাসীদের মারধোর করে বলে অভিযোগ। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়। উল্লেখ্য আগামী ১৩ নভেম্বর হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। ওই কেন্দ্রে প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে তৃণমূল প্রার্থী করেছে। বিজেপি প্রার্থী হয়েছেন বিমল দাস। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল। সর্বত্র প্রস্তুতি বৈঠক করছেন নেতারা। জয় নিয়ে আশাবাদী তৃণমূল। তার মধ্যে এই বোমাবাজির ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিজেপির অভিযোগ প্রার্থী নিয়ে নিজেদের অসন্তোষ রয়েছে তৃণমূলের ভেতরে। নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে বোমাবাজি চালিয়ে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে, যাতে বিরোধীরা ঘরে ঢুকে যায়। তৃণমূলের দাবি, এর মধ্যে কোন গোষ্ঠী দ্বন্দ্ব নেই। একটি মেছোঘেরির বিবাদে দুস্কৃতীরা এসব করেছে। এর সঙ্গে রাজনৈতিক কোন যোগ নেই। গোপালপুর ২ অঞ্চল যুব তৃণমূলের সভাপতি কামারুল সর্দার বলেন, যেটা শুনেছি খাটরা গ্রামে একটা মেছেঘেরিতে ঝামেলা হয়েছে। তাতে আমাদের ২ সমর্থক আহত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এতে কোন রাজনীতি নেই। গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বাগবুল কালাম মুন্সি বলেন, যেখানে গন্ডগোল হয়েছে সেটা একেবারে প্রত্যন্ত এলাকার একটা মেছোঘেরিতে। তার অংশীদারদের মধ্যে একটা বিবাদ ছিল। দলীয় কোন ব্যাপার নয়। তিনি বলেন, সামনেই উপ নির্বাচন। গোপালপুল অঞ্চল থেকে উপ নির্বাচনে আমাদের প্রার্থী রবিউল ইসলাম বড় ব্যবধানে এগিয়ে থাকবেন।
❤ Support Us