- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৬, ২০২৪
নির্বাচনের একদিন আগেই বাংলাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করল বিএনপি
শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল বা ধর্মঘট শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। উত্তেজনার এই আবহেই রবিবার বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনে ভোট গ্রহণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তত্ত্বাবধানে এই নির্বাচনে অংশ না-নেওয়ার সুদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল বিএনপি, জামাতে ইসলামি, বাম জোটের মতো বিরোধী শিবির। ভোট বয়কটের দাবিতে প্রচারও চালিয়েছে তারা। তাঁদের দাবি ছিল, ‘নির্দল এবং নিরপেক্ষ’ তত্ত্ববধায়ক সরকারের ব্যবস্থাপনায় সাধারণ নির্বাচন করতে হবে। কিন্তু সেই দাবি শাসকদল আওয়ামী লীগ খারিজ করায় পর থেকেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
এই পরিস্থিতিতে শনিবার সকাল ৬টা থেকে বাংলাদেশে শুরু হয়েছে বিএনপির হরতাল। চলবে আগামী ৮ জানুয়ারি, সোমবার, সকাল ৬টা পর্যন্ত। বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবির শুক্রবার সংবাদমাধ্যমে হরতালের কথা ঘোষণা করেন। এই পরিস্থিতিতে রবিবারের ভোটগ্রহণ চলাকালীন বিএনপি কর্মী-সমর্থকেরা হরতাল সফল করতে পথে নামলে সংঘাত অনিবার্য বলেই আশঙ্কা বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের ।
এদিকে ইতিমধ্যেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে করার জন্য বুধবার থেকেই সেনাবাহিনীকে নামিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কিন্তু অশান্তি হলে ভোটদানের হার কমে যেতে পারে বলে আশঙ্কা করছে শাসক শিবির।
❤ Support Us