- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৬, ২০২৪
শ্রীনগরের ঝিলম নদীতে মর্মান্তিক নৌকাডুবি, মৃত ৪ স্কুল পড়ুয়া

শ্রীনগরের ঝিলম নদীতে মর্মান্তিক নৌকাডুবি ঘটনায় মারা গেছে ৪ জন স্কুল ছাত্র। নিখোঁজ আরও অনেকেই। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলেই পৌঁছে গেছে রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী। পুলিশের সঙ্গে তারাও একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন সকাল ৮টা নাগাদ শ্রীনগরের উপকন্ঠে গান্দবাল নওগ্রাম এলাকায় ঝিলম নদীতে এই মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটি যাত্রী বোঝাযই ছিল ১০-১৫ জন স্কুল পড়ুয়া ছিল নৌকাটিতে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকাজে নেমে পড়ে। উদ্ধারের পর ৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে।
বেশ কয়েকদিন ধরেই একনাগাড়ে বৃষ্টি হচ্ছে শ্রীনগরে। অবিরাম বৃষ্টির ফলে ঝিলামসহ বেশ কয়েকটি নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। নদীর মাঝখান দিয়ে যাওয়ার সময় স্রোতে নৌকাটি উল্টে যায়। এরপর অনেকেই জলের তোড়ে ভেসে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় নদীর উপর কোন সেতু না থাকায় চলাচলের জন্য নৌকায় ভরসা। বিপদজনকভাবে নৌকাতে করে নদী পারাপার করতে হয়। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ নৌকাডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
❤ Support Us