Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ৭, ২০২৪

সুনীতাদের ছাড়াই নিরাপদে পৃথিবীতে ফিরে এল বোয়িং স্টারলাইনার

আরম্ভ ওয়েব ডেস্ক
সুনীতাদের ছাড়াই নিরাপদে পৃথিবীতে ফিরে এল বোয়িং স্টারলাইনার

সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে ছাড়াই পৃথিবীতে ফিরে এল বোয়িং স্টারলাইনার। গামড্রপ আকৃতির এই ক্যাপসুলটি ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ নিউ মেক্সিকোর মরুভূমির স্পেস হারবারে নিরাপদেই অবতরণ করে। স্টারলাইনারে করে মহাকাশে পাড়ি দেওয়া দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরানো হবে। অর্থাৎ মহাকাশে আরও ৫ মাস থাকতে হবে সুনীতাদের।
৫ জুন এই বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে গবেষণা সেরে পৃথিবীতে ফিরে আসার কথা ছিল দুই মহাকাশচারীর। কিন্তু স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। হিলিহাম গ্যাস লিক করছিন। মহাকাশযানটির থ্রাস্টারে ত্রুটিও ধরা পড়ে। পৃথিবী থেকেই সাময়িকভাবে ত্রুটি মেরামত করা হয়। নাসা সিদ্ধান্ত নেয় দুই মহাকাশচারীকে ছাড়াই বোয়িং স্টারলাইনারকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। কারণ ত্রুটিযুক্ত স্টারলাইনারে সুনীতাদের ফেরানো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
বোয়িং স্টারলাইনার নিউ মেক্সিকোর মরুভূমিতে হালকাভাবে অবতরম করে। অবতরণ করার আগের মুহূর্তে প্যারাসুটের সাহায্যে গতি কমিয়ে দেয় এবং এয়ারব্যাগ খুলে দেয়। আন্তর্জাতিক স্পেস স্টেশন ছাড়ার প্রায় ৬ ঘন্টা পর পৃথিবীতে অবতরণ করে বোয়িং স্টারলাইনার। আন্তর্জাতিক স্পেস স্টেশন ছাড়ার সময় নাসার গ্রাউন্ড টিমের সদস্যরা সোনিক বুম শোনার কথা জানিয়েছেন। কারণ বায়ুমণ্ডলীয় পুনঃপ্রবেশের সময় ১৬৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হয়েছে।
আগামী বছর ফেব্রুয়ারিতে সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের যান পাঠানো হবে। তার আগে পর্যন্ত মহাকাশে গবেষণার কাজ করবেন এই দুই মহাকাশচারী। তাঁদের সেই গবেষণা পরবর্তী মহাকাশচারীদের কাজে লাগবে। তবে ৫ মাস ধরে আন্তর্জাতিক স্পেশ সেন্টারে থাকার ফলে সুনীতাদের শারিরীক সমস্যা দেখা দিতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!