Advertisement
  • দে । শ
  • মার্চ ১, ২০২৩

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।ভোটে কারচুপির অভিযোগ বিরোধীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।ভোটে কারচুপির অভিযোগ বিরোধীদের

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বোলা আহমেদ টিনুবু। ক্ষমতাসীন রাজনৈতিক দল অল প্রোগ্রেসিভস কংগ্রেস পার্টির নেতা ৭০ বছরের টিনুবু ৮০ লক্ষেরও বেশি ভোট পেয়েছেন। বুধবার নাইজেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৩৬ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন বোলা আহমেদ টিনুবু।

টিনুবুর কাছে পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিরোধী দলের নেতা আতিকু আবুবকর এবং আরেক প্রতিদ্বন্দ্বী পিটার ওবি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এখন উত্তপ্ত সেদেশের অভ্যন্তরীণ রাজনীতি। ভোটে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে বিরোধী রাজনৈতিক দলগুলি ফের নতুন করে ভোটগ্রহণের আর্জিতে সরব।

যদিও এই অভিযোগে কর্ণপাত করছেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। বিরোধীদের তোলা অভিযোগের জবাবে তাঁর পাল্টা প্রতিক্রিয়া, গণতন্ত্রকে মর্যাদা দিয়ে যাঁরা তাঁকে্ ভোট দিয়েছেন তাঁদের সকলকে শুভেচ্ছা। নির্বাচনী প্রতিশ্রুতিগুলি সর্বতোভাবে বাস্তবায়িত করা হবে। এর পাশাপাশি নবনির্বাচিত প্রেসিডেন্ট টিনুবু প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থীদের কাছে এও আর্জি জানিয়েছেন, নাইজেরিয়াকে শক্তশালী করতে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

বিরোধীরা প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ তুললেও টিনুবুর সমর্থকরা এখন নাইজেরিয়াজুড়ে বিজয়োৎসবে মত্ত। রাজধানী আবুজায় চলা বিজয়োৎসবের ভিডিয়োও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

১৯৯৯ সালে নাইজেরিয়া গণতান্ত্রিক দেশে উন্নীত হয়েছে। নাইজেরিয়ার পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরে টিনুবুকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্বতন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার সব ধরনের যোগ্যতাই রয়েছে টিনুবুর।

তবে বিরোধীরা নির্বাচনে কারচুপি হয়েছে, অনড় এই অভিযোগে। একইসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকরাও দাবি করেছেন, সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে স্বচ্ছতা বজায় ছিল না। প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি সম্পন্ন হয়।

প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বিরোধী দল পিপল’স ডেমোক্রেটিক পার্টি,  লেবার পার্টি এবং আফ্রিকান ডেমোক্রেটিক কংগ্রেস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!