Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২২, ২০২৪

শেষ মুহূর্তে বোর্ডের চমক, মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ মুহূর্তে বোর্ডের চমক, মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ

মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শেষ মুহূর্তে বড় চমক ভারতীয় ক্রিকেট বোর্ডের। বোর্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, শাহিদ কাপুর, টাইগার শ্রুফরা পারফর্ম করবেন। তালিকায় যোগ হল আরও একটা নাম, বলিউডি বাদশা শাহরুখ খান। বুধবারই তাঁর নাম সরকারিভাবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচের আগে এক ঘন্টার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শাহরুখ খানকে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিং খান সম্মতি দিয়েছেন।
মহিলা প্রিমিয়ার লিগ এবছর দিল্লি ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে। প্রথম ম্যাচের আগে ১ ঘন্টার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখের নাম যুক্ত হওয়ায় মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের গ্ল্যামার আরও বাড়ল। ‘‌জওয়ান’‌ সিনেমার জন্য এবছর সেরা অভিনেতার দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন শাহরুখ খান।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!