- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ১৯, ২০২৩
শাহরুখপত্নী গৌরীকে নোটিস ইডির !
বলিউডের কিং খানের পত্নী গৌরী খানকে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরোক্টোরেট বা ইডি। একটি বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকার জন্যই বিপাকে পড়েছেন গৌরী, এমনটাই জানা যাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, গৌরী লখনউ-ভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সংস্থাটির বিরুদ্ধে বিনিয়োগকারী এবং ব্যাঙ্ক থেকে ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। “ডাঙ্কি” সিনেমা মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার, তার ঠিক একদিন আগেই গৌরী খানের কাছে ইডির নোটিস এসেছে বলে খবর।
খবরে প্রকাশ, লখনউয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন গৌরী খান। এই কোম্পানির বিরুদ্ধে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সেই সূত্রেই কিং খানের স্ত্রী গৌরীকে ইডির পক্ষ থেকে এই নোটিস পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে গৌরী খান বা শাহরুখের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
যে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তা নাকি বিনিয়োগকারীদের ও ব্যাঙ্কের। দুপক্ষের অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে। মামলার সমস্ত দিক খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। সেই জন্যই গৌরীকে নোটিস পাঠানো হয়েছে। আধিকারিকরা জানতে চান, গৌরীর সঙ্গে এই কোম্পানির কী ধরনের চুক্তি হয়েছিল? এবং কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছিল? গৌরীর চুক্তির কাগজপত্রও খতিয়ে দেখা হবে বলে শোনা যাচ্ছে।
এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে মাদককাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ানের নাম জড়িয়েছিল। প্রায় এক মাস হাজতে থাকতে হয়েছিল কিং খানের বড় ছেলেকে। পরে অবশ্য সেই অভিযোগ থেকে মুক্তি পান আরিয়ান। তার পর “পাঠান”, “জওয়ান” সিনেমা দুটোয় ব্যাপক সাফল্য পেয়েছেন শাহরুখ। বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে “ডাঙ্কি”। তার আগেই এমন খবর শাহরুখ অনুরাগীদের চিন্তা বাড়াচ্ছে।
❤ Support Us