Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৫, ২০২৪

বোমা দিয়ে ভারতীয় যাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি মেল

আরম্ভ ওয়েব ডেস্ক
বোমা দিয়ে ভারতীয় যাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি মেল

ভারতীয় যাদুঘরে বোমাতঙ্ক। বোমা দিয়ে যাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওই ইমেলে। শুক্রবার সকালে ভারতীয় যাদুঘর কর্তৃপক্ষের কাছে টেররাইজার ১১১ নামক একটি সংগঠনের পক্ষ থেকে একটি হুমকি মেল আসে। তাতে বলা হয়, যাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বোমা লুকিয়ে রাখা আছে। বিস্ফোরণ ঘটিয়ে যাদুঘর উড়িয়ে দেওয়া হবে। এই মেল পাওয়া মাত্র যাদুঘর কর্তৃপক্ষ পুরো যাদুঘর ফাঁকা করে দেয়। কিছুক্ষণের মধ্যেই জাদুঘরে পৌঁছে যায় বম্ব স্কোয়াড, শুরু হয় তল্লাশি। জাদুঘরে অনেক বড় বড় ঘর, দরজা। তার প্রতিটি জায়গায় খুঁটিয়ে খুটিয়ে তল্লাশি শুরু হয়। কোনও মূর্তি বা স্থাপত্যের আড়ালে বোমা লুকিয়ে রাখা রয়েছে কি না তা নিয়ে কর্তৃপক্ষের চিন্তা বাড়ছে।

এই খবর পাওয়া মাত্র জাদুঘর ফাঁকা করে বোমা খোঁজার জন্য তল্লাশি শুরু হয়ে যায়।

দেশের বিভিন্ন জায়গাতেই অতীতে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও সেগুলো বেশিরভাগই শেষ পর্যন্ত  ভুয়ো বলেই প্রমাণিত হয়েছে।

গত অক্টোবর মাসে কলকাতার কলামন্দিরের কাছে এজেসি বোস রোডে পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়েছিল। তখন স্থানীয়রাই খবর দেন শেক্সপিয়র সরণি থানায়। পুলিশ এসে রাস্তা ঘিরে ফেলে। ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। রাত ১২টা নাগাদ স্যুটকেস উদ্ধার করে দেখা যায়, তার ভিতরে রয়েছে ইটের টুকরো আর খবরের কাগজ।
তার আগে চলতি বছরের জুন মাসে  বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরে। লন্ডনগামী বিমানে বোমা রাখা আছে বলে দাবি করেছিলেন এক যাত্রী। তার ফলে যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ভোররাতে ১৮৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল সেই কাতার এয়ারলাইন্সের বিমানটির। রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানের ভিতর বোমা রাখা আছে বলে চিৎকার শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক কিছু না পাওয়ায়,  কলকাতা থেকে উড়ে যায় কাতার এয়ারলাইন্সের বিমান।
সম্প্রতি, উত্তর প্রদেশের অযোধ্যা রামমন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি এসেছিল।
তবে শীতের মরশুমে ভারতীয় যাদুঘরে প্রচুর দর্শনার্থী আসে, এই বোমাতঙ্কের ঘটনায় ঘটনায় ছুটির দিনে বহু দর্শনার্থীর যাদুঘর দেখায় ছেদ পড়ল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!