Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৬, ২০২৪

‌টানা ২ মাচে জয়, বিশ্বকাপের বাছাইপর্বে ছন্দে ফিরছে ব্রাজিল, পেরুকে হারাল ৪–০ ব্যবধানে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌টানা ২ মাচে জয়, বিশ্বকাপের বাছাইপর্বে ছন্দে ফিরছে ব্রাজিল, পেরুকে হারাল ৪–০ ব্যবধানে

একসময় একের পর এক ম্যাচ ড্র করে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে অনেকটাই পিছিয়ে পড়েছিল। ধীরে ধীরে ছন্দে ফিরছে ব্রাজিল। আর্জেন্টিনার বড় ব্যবধানে জয়ের দিনে পেরুর বিরুদ্ধে ৪–০ ব্যবধানে জয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জোড়া গোল করেছেন রাফিনিয়া। যদিও তাঁর দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। বাকি দুটি গোল করেছেন আন্দ্রেয়াস পেরেইরা ও লুই হেনরিক। এটা টানা দ্বিতীয় জয় ব্রাজিলের।
এদিন পেরুর বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের খেলা দেখে মনে হচ্ছিল ছন্দে ফিরছে। যদিও গোলের জন্য ৩৮ মিনিট অপেক্ষা করতে হয়েছে। তাও আবার বিপক্ষের উপহার দেওয়া পেনাল্টি থেকে। বক্সের মধ্যে হাতে বল লাগান পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো। দীর্ঘক্ষণ ভিডিও রিপ্লে দেখে পেনাল্টি নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। প্রথমার্ধের বাকি সময় দাপট রাখলেও আর ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল।
ব্রাজিলের দ্বিতীয় গোল আসে ৫৪ মিনিটে। এই গোলটাও পেনাল্টি থেকে। এবারও সেই জামব্রানোর দেওয়া উপহার। বক্সের মধ্যে সাভিনিওকে ফাউল করেন জামব্রানো। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আবার পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়। ৭১ মিনিটে লুই হেনরিকের সেন্টার থেকে দুর্দান্ত ভলিতে ৩–০ করেন আন্দ্রেয়াস পেরেইরা। মিনিট তিনেক পর বাঁপায়ের দুর্দান্ত ভলিতে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন লুই হেনরিক।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এই নিয়ে ৫টি ম্যাচ জিতল ব্রাজিল। এরমধ্যে টানা দুই ম্যাচে জয়। ১০ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৬। উরুগুয়েরও পয়েন্ট ১৬। তবে গোল পার্থক্যে উরুগুয়ে রয়েছে তৃতীয় স্থানে। চার নম্বরে ব্রাজিল। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ব্রাজিলের পরের দুটি ম্যাচ ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!