শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রাজ্যের ২৫৩টি বিএড কলেজ বন্ধ করা নিয়ে তদন্ত করবে রাজ্যের শিক্ষা দফতর, বললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা মন্ত্রী মঙ্গলবার বলেন, কেন অনুমোদন বাতিল হল তা খতিয়ে দেখতে তদন্ত করবে রাজ্যের শিক্ষা দফতর। তদন্তের রূপরেখা ঠিক করতে উচ্চ শিক্ষা দফতরের বিশেষ বৈঠক ডাকা হয়েছে আগামী শুক্রবার।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর রাজ্যে শিক্ষক শিখন বিশ্ববিদ্যালয় বি এস এ ইউ-র উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানান, পরিকাঠামো না থাকায় ও ভুয়ো নথি জমা দেওয়ায় এই সব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল ও কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন তিনি। সঙ্গে বলেন, রাজনৈতিক নির্দেশে বিশ্ববিদ্যালয় চলে না। উচ্চ শিক্ষা দফতরকে চিঠি দিয়ে অনুমোদন বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও জানান উপাচার্য।
ওদিকে উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়, পরিকাঠামো না থাকায় বেশ কিছু বিএড কলেজের অনুমোদন যে বাতিল হতে চলেছে তা চিঠি দিয়ে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু কত কলেজের অনুমোদন বাতিল হতে চলেছে বা কী কারণে কোন কলেজের অনুমোদন বাতিল হল তা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।
ওদিকে বিশ্ববিদ্যালয়ের কোর্টের এক সদস্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক মাস এগজিকিউটিভ কাউন্সিল বা কোর্টের বৈঠক হয় না। শেষ বৈঠকে কী কী মাপকাঠিতে অনুমোদন বাতিল করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কোন কোন কলেজের অনুমোদন বাতিল হবে তা নিয়ে কোনও আলোচনা হয়নি।’ যদিও বিশ্ববিদ্যালয়ের দাবি, এবিষয়ে এগজিকিউটিভ কাউন্সিলে আলোচনার প্রয়োজন নেই।
এই পরিস্থিতিতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন, এতগুলি বিএড কলেজের কেন একসঙ্গে অনুমোদন বাতিল হল তা খতিয়ে দেখতে তদন্ত হবে। শিক্ষা দফতর তদন্ত করবে। তদন্তের রূপরেখা ঠিক করতে শুক্রবার বৈঠক ডাকা হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34