- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ২১, ২০২২
ব্রাত্য এবার বাংলা আকাদেমির চেয়ারম্যান ।

উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী আর সুপরিচিত নাট্যকার ব্রাত্য বসুকে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল । কমিটির নতুন সদস্য ১৩ । এঁদের সবাই আমন্ত্রিত। এঁরা হলেন —শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত, সুবোধ সরকার, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, জয় গোস্বামী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন, উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব, অর্থ দফতরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব।
❤ Support Us