Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২০, ২০২৪

বিশ্বকাপ বাছাই পর্বে আবার আটকে গেল ব্রাজিল

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপ বাছাই পর্বে আবার আটকে গেল ব্রাজিল

ব্রাজিল ফুটবলে ইদানিং ধারাবাহিকতার বড়ই অভাব। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে পরপর ২ ম্যাচ জয়ের পর আগের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। এবার আটকে গেল উরুগুয়ের কাছে। পিছিয়ে পড়ে হার বাঁচাল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও গোটা ম্যাচে ব্রাজিলের দাপটই বেশি ছিল। সুযোগ নষ্টের খেসারত দিতে হল জুনিয়র দরিভালের দলকে।

উরুগুয়ের বিরুদ্ধে এদিন দাপট নিয়েই শুরু করেছিল ব্রাজিল। ৩ মিনিটেই গোলের সুযোগ এসেছিল। বল তিনকাঠিতে রাখতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। ডানপ্রান্তের দুরূহ কোণ থেকে ডানপায়ের শট নিয়েছিলেন ভিনিসিয়াস। বল পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। ২১ মিনিটে গোলের সুযোগ এসেছিল উরুগুয়ের সামনে। ডারউইন নুনিয়েজের পাস বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় পেয়েছিলেন ফেকুন্দো পেলিস্ত্রি। বল জালে রাখতে পারেননি। এক মিনিট পর আবার সুযোগ উরুগুয়ের। মাথিয়াস অলিভিয়েরার হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এরপর ব্রাজিল আবার জ্বলে ওঠে। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। ২৮ ও ৩৫ মিনিটে দু’‌দুটি সুযোগ তৈরি হয়। দুটিই নষ্ট করেন রাফিনিয়া। প্রথমার্ধের ইনজুরি সময়ে সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন ইগর জেসাস। রাফিনিয়ার দারুণ সেন্টারে ৬ গজ বক্সের ঠিক বাইরে থেকে হেড করেছিলেন জেসাস। দুর্দান্ত তৎপরতায় আটকে দেন উরুগুয়ে গোলকিপার রোচেটে। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় উরুগুয়ে। বাঁদিক দিয়ে ব্রাজিলের পেনাল্টি বক্সে ঢুকে ভালভার্দেকে পাস বাড়ান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। বক্সের মাথা থেকে ডান পায়ের কার্লিং শটে দুরন্ত গোল করেন রিয়েল মাদ্রিদের তারকা ভালভার্দে। ম্যাচের ৬২ মিনিটে সমতা ফেরায় ব্রাজিল। ডানপ্রান্ত থেকে ভেসে আসা সেন্টার হেডে ক্লিয়ার করেন উরুগুয়ের এক ডিফেন্ডার। বল গিয়ে পড়ে গারসনের পায়ে। বাঁ পায়ের দুরন্ত ভলিতে বল জালে পাঠান গারসেন। দেশের জার্সিতে এটাই প্রথম গোল ফ্ল্যামেঙ্গো এই ডিফেন্ডারের। ম্যাচের শেষ দিকে দু–দুটি সুযোগ নষ্ট করেন রাফিনিয়া ও পরিবর্ত হিসেবে মাঠে নামা লুইস হেনরিক। না হলে জিতেই মাঠ ছাড়ত ব্রাজিল।

উরুগুয়ের সঙ্গে ড্র করে লাতিন আমেরিকার বাছাই পর্বের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে তাদের পয়ন্টে ১৮। সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। ২৫ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ইকুয়েডর। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। চার নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্টও ১৯। গোল ব্যবধানে ইকুয়েডরের থেকে পিছিয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!