Advertisement
  • বি। দে । শ
  • মে ৯, ২০২৪

ভয়াবহ বন্যার কবলে ব্রাজিল, ‘ছোট্ট ছেলে’-র দাপটে পরিস্থিতি ভয়ঙ্কর সাম্বার দেশে

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়াবহ বন্যার কবলে ব্রাজিল, ‘ছোট্ট ছেলে’-র দাপটে পরিস্থিতি ভয়ঙ্কর সাম্বার দেশে

এল নিনোর দাপটে ভয়ঙ্কর বর্ষণের জেরে এখন বানভাসি ফুটবলের দেশ ব্রাজিল। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা ।  ‘ছোট্ট ছেলে’র (এল নিনোর ইংরেজি তর্জমা) ভয়ঙ্কর দুষ্টুমিতে কদিন আগে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল সৌদি আরব, কেনিয়ার। এখন সে দাপট দেখাচ্ছে পেলের দেশ ব্রাজিলের ওপর। দক্ষিনাঞ্চলের  রিও গ্র্যান্ডে ডো সুল এখন সম্পূর্ণ জলের তলায়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১০০ জন মানুষের মৃত্যু হয়েছে , নিখোঁজ প্রায় ১৩০ এর বেশি। মাথার ছাদ হারিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধান প্রধান সড়কগুলিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ওই দেশের সিভিল ডিফেন্স এজেন্সির মতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইতিমধ্যে দুর্গত এলাকাগুলি পরিদর্শন করেছেন। উদ্ধারকার্য ও পুনর্বাসন নিয়ে কথাবার্তা চলছে । দো সুলের অবস্থান আর্জেন্টিনা উরুগুয়ে সীমান্তে। দো সুলম মূলত কৃষিপ্রধান প্রদেশ। বন্যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ ও রপ্তানি। ফলে আর্জেন্টিনা উরুগুয়েতে দেখা দিতে চলেছে খাদ্য সঙ্কট। দেশটির অন্যতম বড় শহর পোর্তো এলেগ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন  শুরু হওয়ার জন্য, সেখানেও দেখা দিয়েছে বিপর্যয়।

এর আগে  সিংহের দেশ কেনিয়াতে দেখা দিয়েছিল এইরকম ভয়াবহ বন্যা। ব্রাজিলের মত দুর্বল অর্থনীতির দেশে এই ক্ষতি যে ভয়াবহ , তা আর বলার অপেক্ষা রাখে না।  এমনিতে দেশটিতে দারিদ্র ,বেকারত্ব আকাশচুম্বী, যুবকদের মধ্যে অপরাধপ্রবনতা যথেষ্ট পরিমাণে রয়েছে। দেশের অন্যতম বড় শহর পূর্বতন রাজধানী রিও দে জেনেরিওতে  দিনে রাতে চুরি, ছিনতাই, ডাকাতি খুবই সাধারণ ব্যাপার । এই দুঃখ , ক্ষোভ তারা ভুলে থাকে ফুটবলের আবেগে। এখন দেখার প্রকৃতির এই বিধ্বংসী রূপ কবে পরিবর্তিত হয়ে আবার আগের ছন্দে ফেরে সাম্বার দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!