Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৭, ২০২৪

ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণের লক্ষ্যে অবসর ভেঙে ৫৮ বছর বয়সে মাঠে ফিরছেন রোমারিও

আরম্ভ ওয়েব ডেস্ক
ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণের লক্ষ্যে অবসর ভেঙে ৫৮ বছর বয়সে মাঠে ফিরছেন রোমারিও

৫৮ বছর বয়সে পেশাদার ফুটবল!‌ সত্যিই অবাক করার মতোই ঘটনা। অবসর ভেঙে আবার পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের প্রাক্তন তারকা রোমারিও। তবে দেশের হয়ে নয়, খেলবেন ক্লাব ফুটবলে। ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণ করার লক্ষ্যেই অবসর ভেঙে আবার পেশাদার ফুটবলে ফেরা রোমারিওর।
২০০৮ সালে সব ধরণের ফুটবল থেকে অবসর নিয়েছিলেন রোমারিও। পরের বছরই অবশ্য অবসর ভেঙে আবার মাঠে ফিরে আসেন। প্রয়াত বাবার ইচ্ছেপূরণ করার জন্যই রিও ডি জেনিরোর ক্লাব আমেরিকার হয়ে কয়েকটা ম্যাচ খেলেন। তারপর থেকে আর মাঠে নামেননি রোমারিও। তিনি এখন আমেরিকা ক্লাবের প্রেসিডেন্ট। মার্চে রোমারিওর ছেলে রোমারিনিওকে সই করিয়েছে আমেরিকা। রোমারিনিও তাঁর ক্লাবে যোগ দেওয়ায় এবার ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণ করতে চান রোমারিও।
আমেরিকা ক্লাবের হয়েই রিও ডি জেনিরোর স্টেট ফুটবল লিগের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরি আ ২ প্রতিযোগিতায় কিছু ম্যাচ খেলবেন ৫৮ বছর বয়সী রোমারিও। পুরো মরশুম অবশ্য খেলবেন না। ইতিমধ্যেই ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরি আ ২–তে নাম নথিভূক্ত করিয়েছেন রোমারিও। নিজের ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘‌নিজের প্রিয় দল আমেরিকার হয়ে কিছু ম্যাচ খেলতে চাই। পুরো মরশুম অবশ্য খেলব না। পাশাপাশি আরও একটা স্বপ্নপূরণের জন্য মাঠে ফিরছি। ছেলের সঙ্গে খেলতে চাই।’‌
সভাপতি হলেও রোমারিও কিন্তু খেলার জন্য বেতন নেবেন। আসলে পেশাদার ফুটবলে খেলতে গেলে চুক্তিপত্রে বেতনের অঙ্ক থাকা বাধ্যতামূলক। সে জন্যই ক্লাব সভাপতি হয়েও খেলার জন্য পারিশ্রমিক নেবেন রোমারিও। যদিও তা খুবই সামান্য। সেই বেতনের অঙ্কটা আবার ফিরিয়েও দেবেন ক্লাবকে। ২০০৯ সালে এই ক্লাবের হয়েই তিনি সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেন। চলতি বছরের শুরুতে তিনি ক্লাবের সভাপতির দায়িত্ব নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!