Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৩০, ২০২২

জীবন যুদ্ধের লড়াই শেষ, মারা গেলেন ফুটবল সম্রাট পেলে

আরম্ভ ওয়েব ডেস্ক
জীবন যুদ্ধের লড়াই শেষ, মারা গেলেন ফুটবল সম্রাট পেলে

দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন ফুটবল সম্রাট পেলে। বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তিনি মারা যান। মত্যুকালে পেলের বয়স হয়েছিল ৮২ বছর। পেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
বেশ কয়েকবছর ধরেই অসুস্থ ছিলেন পেলে। ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় জন্য মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েইল। এরপর কিডনি ও প্রস্টেটের বিভিন্ন সমস্যা নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ফুটবল সম্রাটকে। ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোয় রাশিয়া বিশ্বকাপের জন্য এক অনুষ্ঠানে হুইলচেয়ারে বসে হাজির হয়েছিলেন। কিডনির সমস্যার জন্য ২০২১ সালের সেপ্টেম্বরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন। রুটিন পরীক্ষার সময় তাঁর কোলনে ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচার করে টিউমার কেটে বাদ দেওয়া হয়। চলতি বছরের নভেম্বরে আবার হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল রুটিন পরীক্ষা–নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর থেকে কখনও অবস্থার উন্নতি, কখনও অবনতি হতে থাকে। কয়েকদিন আগে তো গুজব উঠেছিল, মারা গেছেন পেলে। কিন্তু হাসপাতালের বেডে থাকা অবস্থায় ভক্তদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়ে আশ্বস্ত করেছিলেন পেলে। কিন্তু জীবনযুদ্ধে আর টিকে থাকতে পারলেন না। শেষ দিকে চিকিৎসায় সাড়া দেয়নি তাঁর শরীর। যিনি ফুটবল মাঠের কঠিন লড়াইয়ে দেশকে বহু ম্যাচ জিতিয়েছেন, জীবন যুদ্ধে হেরে গেলেন মারণব্যাধি ক্যান্সারের কাছে। চলে গেলেন বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখে সর্বকালের সেরা ফুটবলার, চলে গেলেন ব্রাজিলিয়ানদের প্রিয় ‘ও রেই’ বা ‘রাজা’।
ফুটবল ইতিহাসে পেলেই একমাত্র ফুটবলার, যিনি তিন–তিনটি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। ২০০০ সালে ফিফার বিচারে শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!