- স | হ | জ | পা | ঠ
- আগস্ট ২৯, ২০২২
ব্রাজিলের শেষ ‘গর্ত মানবের’ মৃত্যু!
ব্রাজিলের একমাত্র গর্ত-মানবের মৃত্যু হয়েছে। পরিচয়ে আদিবাসী। নিজ গোত্রের শেষ ব্যক্তি ছিলেন। ব্রাজিল সরকার সংবাদ জানিয়েছে।

চিত্র সংগৃহীত
ব্রাজিলের একমাত্র গর্ত-মানবের মৃত্যু হয়েছে। পরিচয়ে আদিবাসী। নিজ গোত্রের শেষ ব্যক্তি ছিলেন। ব্রাজিল সরকারের পক্ষ থেকে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে। গত ২৬ বছর জুড়ে তিনি জনজীবন থেকে বিচ্ছিন্ন। একা গর্তে থাকতেন। গর্তের পর গর্ত খুঁড়ে পশুদের আটকে রাখতেন। পশুরাই ছিল তাঁর খাদ্য। মৃত গর্তবাসীর নাম জানা যায়নি। ২৩ আগস্ট উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। ১৯৯৫ সালে, তাঁর গোত্রের ৬ সদস্যকে বলিভিয়া সীমান্তে হত্যা করে হয়। এরপর থেকে ৬০ বছরের পুরনো গর্তে তিনি লুকিয়ে পএন। শিকার ধরতে কদাচিত বের হতেন। খাওয়া-দাওয়া, ঘুম সবই গুহার ভেতরে করেতেন। তাঁর মৃত্যুতে, ব্রাজিলের অন্যতম আদিবাসী লুপ্ত হয়ে গেল।
❤ Support Us