Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৭, ২০২৩

তমলুকে ব্রিজ ভেঙে আহত ২ শ্রমিক।উদ্ধার এক, ধ্বংসস্তুপের নিচে আটক আর ১ শ্রমিক

আরম্ভ ওয়েব ডেস্ক
তমলুকে ব্রিজ ভেঙে আহত ২ শ্রমিক।উদ্ধার এক, ধ্বংসস্তুপের নিচে আটক আর ১ শ্রমিক

তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে গঙ্গাখালি ব্রিজ মেরামতের কাজের  সময় হঠাৎই ব্রিজটি ভেঙে চাপা পড়ে যায় দুজন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ত হসপিটালে ভর্তি করানো হলেও এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি আরেকজনকে।

ঘটনাস্থলে উদ্ধার কার্যে বিপর্যয় মোকাবিলা দফতর, তমলুক থানার পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। চার ঘণ্টা ধরে ওই ভাঙা ব্রিজের নিচে ওই যুবক আটকে আছেন। তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কাউন্সিলার চঞ্চল কুমার খাঁড়াও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ পরিচালনা করছেন। প্রশ্ন উঠছে, উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এই ব্রিজ মেরামতির কাজ হচ্ছিল কি? ভাঙা ব্রিজের তলায় আটকে পড়া যুবকের মা জানিয়েছেন, তাঁর ছেলে তমলুক ব্রিজ মেরামতির কাজ করার সময় ব্রিজটি আচমকা ভেঙে পড়লে ভাঙা ব্রিজের নিচে তাঁর ছেলে চাপা পড়ে যায়। এই ঘটনা সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যহত রয়েছে দীর্ঘ সময়।

এর আগে কলকাতায় ২০১৬ সালে পোস্তা ব্রিজ ভেঙে প্রায় ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়। তারপর ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে ২ জনের মৃত্যু হয়।

সেই সময়ও উদ্ধার কাজে গাফিলতি নজরে আসে। এবারও সেই তমলুক ব্রিজের মেরামতির সময় আচমকা ব্রিজ ভেঙে দুজন শ্রমিক ভাঙা ব্রিজের নিচে চাপা পড়ে যান। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও চার ঘণ্টা পার হয়ে গেলেও আর একজন শ্রমিক এই খবর লেখা পর্যন্ত ধ্বংসস্তুপের নিচেই আটকে আছেন। তমলুক পৌরসভার ৪ ও ১৪ নম্বর ওয়ার্ডের সংযোগকারী এই ব্রিজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!