Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৯, ২০২৩

জম্মুর আন্তর্জাতিক সীমান্ত চৌকিতে পাক জঙ্গি হামলা।আহত ১ বিএসএফ জওয়ান, নিহত হিজবুল কমান্ডার

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মুর আন্তর্জাতিক সীমান্ত চৌকিতে পাক জঙ্গি হামলা।আহত ১ বিএসএফ জওয়ান, নিহত হিজবুল কমান্ডার

জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ চৌকিতে পাকিস্তান ফের হামলা চালাল। সাম্বা জেলার রামগড় সেক্টরে বুধবার রাত থেকে টানা পাক বাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন। সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার ভোররাতে সোপিয়ান জেলায় নিহত হয়েছেন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের দলছুট গোষ্ঠী “দি রেজিস্ট্যান্স ফ্রন্ট” বা টিআরএফ-এর এক কমান্ডার। নিহত কমান্ডারের নাম মাইসের আহমেদ দার। সে একাধিক নাশকতার মামলায় অভিযুক্ত বলে জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে।

বিশেষ সূত্রে খবর পেয়ে কাথোয়ালেন গ্রামে বুধবার গভীর রাতে হানা দিয়েছিল যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন গুলির লড়াইয়ে মৃত্যু হয় মাইসের আহমেদ দারের। ঘটনার সৃয় একালা অন্ধকারাচ্ছন্ন থাকায় দারের কয়েক জন সঙ্গী সেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়েছেন বলে যৌথ বাহিনীর আশঙ্কা। তাঁদের খোঁজে আশপাশের জঙ্গল এবং পাহাড় ঘেরা এলাকাগুলিতে চিরুনি তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী।

রামগড় সেক্টরে একাধিক সীমান্ত চৌকিতে বুধবার রাত ১২টার পর থেকে বিনা প্ররোচনায় পাক বাহিনী হামলা চালায় বলে বিএসএফ সূত্রে জানান হয়েছে। পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর পাশাপাশি পাক জঙ্গিরাও হামলায় অংশ নিয়েছিল বলে বিএসএফের একটি সূত্র দাবি করেছে। তবে বিএসএফের তরফেও পাক গুলির পাল্টা জবাব দেওয়া হয়েছে। শীত পড়ার মুখে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ বাড়তে শুরু করে, এটা দীর্ঘকালীন প্রবণতা। জঙ্গি অনুপ্রবেশের সুযোগ করে দিতেই এই পাক জঙ্গি ও পাকিস্তান রেঞ্জার্স বাহিনী হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
error: Content is protected !!