Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৬, ২০২৪

বাংলাদেশের বিজয় দিবসে ঘোজাডাঙা সীমান্তে বিএসএফ জওয়ানদের সম্বর্ধনা

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশের বিজয় দিবসে ঘোজাডাঙা সীমান্তে বিএসএফ জওয়ানদের সম্বর্ধনা

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিএসএফ জওয়ানদের সম্বর্ধনা জানানো হল একেবারে অনাড়ম্বর ভাবে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের এদিন সম্বর্ধনা জানানো হয়। ১৯৭১র মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের অবদান ছিল অনেকটাই।

১৯৭১ সালের ১৬ ডিসম্বর দীর্ঘ লড়াইয়ের পর পাক সেনা পিছু হটে। পাকিস্তানের শাসন মুক্ত হয়ে বাংলাদেশ স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে এই দিনটি বিজয় দিবস উপলক্ষে পালিত হয় পড়শি বাংলাদেশে। ভারতীয় সেনা ও বি এস এফের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই দিনটিকে স্মরনীয় করে এবার পরবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে আজ পালিত হয়েছে বিজয় দিবস। বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের শাসনে থেকে মুক্তির পিছনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জাওয়ানদের অবদানকে সম্মান জানিয়ে বি এস এফ জাওয়ানদের সীমান্ত স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়েছে। বসিরহাটের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে কর্তব্যরত সমস্ত সীমান্তরক্ষী বাহিনীর জাওয়ানকে এদিন ফুল ও মিষ্টি দিয়ে এই সম্মান জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!