Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৮, ২০২৪

৮ মাস পর লড়াইয়ে নেমে পদক পাঙ্গালের, রুপো জিতেছেন অংশুও, ব্যর্থ ভিনেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
৮ মাস পর লড়াইয়ে নেমে পদক পাঙ্গালের, রুপো জিতেছেন অংশুও, ব্যর্থ ভিনেশ

চোটের জন্য দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে ছিলেন। ৮ মাস পর লড়াইয়ে নেমে অন্তিম পাঙ্গাল বুঝিয়ে দিলেন, প্যারিস অলিম্পিকের জন্য তৈরি। তাঁর ফিটনেস নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অমূলক। হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব র‌্যাঙ্কিং কুস্তি প্রতিযোগিতায় রুপো জিতেছেন এই ভারতীয় মহিলা কুস্তিগীর। অন্তিম ছাড়াও রুপো জিতেছেন অংশু মালিক। ভিনেশ ফোগাট অবশ্য সেমিফাইনালে উঠতেই ব্যর্থ হন।
মহিলাদের ৫৩ কেজি বিভাগে ফাইনালে সুইডেনের জোনা মালমগ্রেনের কাছে ৪–০ ব্যবধানে হারতে হয়েছে অন্তিম পাঙ্গালকে। ১৯ বছর বয়সী এই ভারতীয় কুস্তিগীর সেমিফাইনালে দারুণ চমক দেখিয়েছিলেন। ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জয়ী কাতারজিনা ক্রাকজিককে ৩–১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। ফাইনালে অবশ্য শেষরক্ষা করতে পারেননি।
প্যারিস অলিম্পিকে কোটাজয়ী আর এক ভারতীয় মহিলা কুস্তিগীর অংশু মালিকও ফাইনালে ব্যর্থ। অন্তিম পাঙ্গালের মতো তিনিও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুরন্ত পারফরমেন্স করেছিলেন। মহিলাদের ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে তীব্র উত্তেজনাপূর্ণ লড়াইয়ে মলদোভার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আনাস্তাসিয়া নিচিতাকে ৬–৫ ব্যবধানে হারিয়েছিলেন। আর সেমিফাইনালে ২–১ ব্যবধানে হারান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের কিউই ঝাংকে। ফাইনালে অবশ্য কেক্সিন হং–এর কাছে ১২–১ ব্যবধানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় অংশুকে।
দু’‌বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভিনেশ ফোগাট মহিলাদের ৫০ কেজি ওজন বিভাগের কোয়ার্টার ফাইনালে চীনের জিয়াং ঝু–এর কাছে ৫–০ ব্যবধানে পরাজিত হন এবং রিপেচেজ রাউন্ডে জায়গা করে নিতে পারেননি। ৫৩ কেজি ওজন বিভাগ ছেড়ে এই প্রথম তিনি ৫০ কেজি বিভাগে লড়াই করলেন। এখনও পর্যন্ত বুদাপেস্ট র‌্যাঙ্কিং সিরিজে ভারত তিনটি রুপো জিতেছে। আগের দিন পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে রুপো জেতেন আমন সেহরাওয়াত। এই টুর্নামেন্টটি প্যারিস অলিম্পিকের আগে চূড়ান্ত কুস্তি র‌্যাঙ্কিং সিরিজ। এই মিটে পয়েন্ট অর্জন কুস্তিগীরদের র‌্যাঙ্কিং নির্ধারণ করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!