Advertisement
  • দে । শ
  • মে ১৮, ২০২৪

কালনায় ব্যবসায়ীর বাড়িতে বিধ্বংসী আগুন

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় ব্যবসায়ীর বাড়িতে বিধ্বংসী আগুন

সাতসকালে ব্যবসায়ীর বহুতলে বিধ্বংসী আগুন। কালনা শহরের ১৪নং ওয়ার্ডের ছোট দেউরিপাড়ায় শনিবারের ঘটনায় তীব্র উত্তেজনা। অত্যন্ত দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির মধ্যেই আটকে পড়েন বাড়ির মালিক আবদুল কাদের মিঁয়া ও তাঁর স্ত্রী-কন্যা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ২টি বড় ও একটি ছোট ইঞ্জিন। ভেতর থেকে তালা দেওয়ায় তিনজনই বেরতে পারছিলেন না। কাদের মিঁয়ার স্ত্রী আনজুয়ারা ও কন্যা আসমিতা কোনওরকমে বেরিয়ে এলেও কাদের তিনতলার একটি ঘরে আটকে পড়েন। জানলা কেটে কাদেরকে উদ্ধার করে নামিয়ে আনেন দমকল কর্মীরা। উদ্ধারের কাজে এক দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ি লাগোয়া জলাশয় থেকে জল নিয়ে ঘন্টা চারেকের চেষ্টায় আগুন আয়ত্তে এলেও বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে দরকারি কাগজ-সহ বহু মুল্যবান জিনিস ভস্মীভূত। আগুন নেভানোর কাজে তদারকি করছিলেন কালনার উপপুরপ্রধান তপন পোড়েল। তিনি বললেন, ‘দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে।’

বাড়ির মালিক কাদের মিঁয়ার জুতোর ব্যবসা। বাড়িতেই রয়েছে জুতোর গোডাউন। আগুনের ছোঁয়া পেয়ে গোটা গোডাউন দাউদাউ করে জ্বলতে থাকে।আচমকা বিপর্যয়ে বিধ্বস্ত ব্যবসায়ী কাদের মিঁয়া বারবার বলছিলেন, ‘বিশাল ক্ষতি হয়ে গেল। জানি না এতবড় ক্ষতি সামলাব কী করে!’ ক্ষতির পরিমাণ কোটি টাকার কাছাকাছি বলে দাবি বাড়ির মালিকের


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!