Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৪

হাসনাবাদে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীর ওপর চলল গুলি, বাদুড়িয়ায় ছেলের বঁটির কোপে নিহত মা

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসনাবাদে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীর ওপর চলল গুলি, বাদুড়িয়ায় ছেলের বঁটির কোপে নিহত মা

প্রতীকী ছবি ।

সাত সকালে এক ব্যবসায়ীকে গুলি করে চম্পট দিল দুস্কৃতীরা। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে আশংকাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানায়, গুলিতে জখম শাহজাহান শেখ নামে ওই ব্যবসায়ীর বাড়ি হাসনাবাদের রামানন্দপুর গ্রামে। এদিন সকালে শাহজাহান ব্যবসার কাজে বসিরহাটে আসছিলেন। বসিরহাট–‌পিফা রোডের ওপর সকাল ৭ টা নাগাদ পেছন থেকে একটি বাইকে ২ দুস্কৃতী এসে কাছ থেকে গুলি চালায়। বুকে গুলি লাগে। স্থানীয় মানুষ জখম ওই ব্যবসায়ীকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। কিন্তু এখানে গুলি বার করা যায় নি। ওই ব্যবসায়ীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এসেছে। তা খতিয়ে দেখে দুস্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তবে এর পেছেনে পুরনো কোন শত্রুতা বা ব্যবসায়ী লেনদেন জড়িত কিনা অনুসন্ধান করছে পুলিশ। কেউ গ্রেপ্তার হয়নি।

অন্যদিকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আঁধারমানিক গ্রামে টাকা না পেয়ে বঁটি দিয়ে কুপিয়ে মা কে খুন করল ছেলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । নিহতের নাম আলপনা সানা (‌৫৯)‌। তাঁকে সবজি কাটার বঁটি দিয়ে এলেপাথাড়ি কোপায় রাজু। প্রতিবেশীরা আলপনা দেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।ছেলে রাজু সানা পলাতক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘর থেকে ধারালো বঁটি উদ্ধার করেছে পুলিশ। মাতৃহন্তা ছেলের গ্রেফতার ও কঠিন সাজা দাবি করে বাদুড়িয়া থানা অভিযোগ দায়ের করেছেন সুরঞ্জন সানা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু বিবাহিত, নেশাসক্ত এবং জুয়া খেলে টাকা ওড়ায়। তার স্ত্রী ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে। রাজুর নির্যাতন সহ্য করতে না পেরে ২ বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে রাজুর জেল হয়। জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গাড়ি চালানোর কাজ নেয়। কিন্তু তার স্বভাব বদলায়নি। নেশা ও জুয়ার পেছনে টাকা উড়িয়ে বাড়িতে অশান্তি করত প্রায়ই। রাজুর বাবা সুরঞ্জন সানা বলেন, ‘‌রাতে বাড়ি ফিরে প্রায় প্রতিদিন অশান্তি করতে রাজু। তার মাকে মারধোর করে টাকা আদায় করত। ইদানিং মোটা টাকা দাবি করে আমাদের ওপর চার দিচ্ছিল। তাতে আপত্তি জানায় ওর মা। বুধবার সন্ধের পর বাড়ি ফিরে চরম অশান্তি শুরু করে।’‌ তিনি বলেন, ‘‌আমার স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে আমাকে ঘর থেকে বার করে দিয়ে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে খুন করে মা টাকে মেরেই ফেলল পাষন্ডটা। ওর চরম সাজা হোক।’‌ বলে কেঁদে ফেললেন বৃদ্ধ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!