Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১৩, ২০২৪

রাজ্যের ৬ বিধানসভায় চলছে উপনির্বাচন।জগদ্দলে চলল গুলি, প্রাণ হারালেন এক তৃণমূল নেতা । মেদিনীপুরে শাসকদলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের ৬ বিধানসভায় চলছে উপনির্বাচন।জগদ্দলে চলল গুলি, প্রাণ হারালেন এক তৃণমূল নেতা । মেদিনীপুরে শাসকদলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ বিজেপির

রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন । সকাল এগারোটা পর্যন্ত হাড়োয়া কেন্দ্রে ভোট দিয়েছেন ৩১.২ শতাংশ মানুষ। নৈহাটিতে ২৫.১৭, মেদিনীপুরে ৩০.২৫, মাদারিহাটে ৩১.৮৬, তালডাঙরা ৩২ এবং সিতাই বিধানসভায় ২৯ শতাংশ ভোট পরেছে ।এপর্যন্ত রাজ্যের ছয় কেন্দ্রেই নির্বাচন চলছে নির্বিঘ্নেই । কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে ।

হাড়োয়া বিধানসভা উপ- নির্বাচন পর্ব সকাল থেকে শান্তিরপূর্ণ ভাবেই চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করছে। বুথের ২০০ মিটারের বাইরে বুট ক্যাম্প করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এদিন সকালে ভোট গ্রহণের শুরুতে সদর প্রাথমিক বিদ্যালয়ের বুথে ইভিএম মেশিন রাখা নিয়ে উত্তেজনা দেখা দেয় । কাছেই বিজেপি প্রার্থী বিমল দাসের বাড়ি। বিমল দাস অভিযোগ করেন, ইভিএম মেশিন যেখানে রাখা হয়েছে সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে ওটা অন্যত্র সরাতে হবে। এনিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলে ভোট গ্রহণ শুরু করে তবে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ২৭৯ টি বুথের মধ্যে অধিকাংশ বুথে বিরোধী রায় এজেন্ট বসাতে পারেনি।

বিজেপি, আইএসএফ সহ বিরোধীদের অভিযোগ, তৃণমূল ভয় ভীতি দেখানোয় অনেক বুথে এজেন্ট বসতে পারেনি । এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি শফিক আহমেদ ওরফে মাদারভাই। তিনি বলেন, ভয় দেখানোর প্রশ্নই আসে না। বিরোধীদের সঙ্গে মানুষ নেই। তাই এজেন্ট বসাতে পারেনি। শফিক বলেন, হারোয়ার ১৫ শতাংশ বুথে বিরোধীরা এজেন্ট দিতে পারেনি বলে আমাদের কাছে খবর। এটা ওদের ব্যর্থতা। যাদের কোনো সংগঠন নেই তারা এজেন্ট বসানোর লোক পাবে কোথায়। এদিন হাড়োয়া বিধানসভা কেন্দ্রে সমস্ত বুথে ঘুরে ভোট প্রক্রিয়া দেখেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। তিনি বলেন, ভোট শান্তি হচ্ছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আমাদের দলের কর্মীরা সর্বত্র সজাগ আছে যাতে কেউ কোনো প্ররোচনায় পা না দেয়। জয় সম্পর্কে নিশ্চিত রবিউল বলেন, হাড়োয়ার মানুষ উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে রবিউল বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী কখনো রাজ্যের এসে নিরপেক্ষভাবে কাজ করে না। আমরা সেটা তাদের কাছ থেকে আশাও করি না । ওরা ওদের কাজ করছেন, আমরা আমাদের কাজ করছি। আমাদের লক্ষ্য ভোট পর্ব শান্তিপূর্ণভাবে মেটানো।’ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গেছে, বেলা ১১ টা পর্যন্ত ৩১. ১ শতাংশ ভোট পড়েছে হারোয়া বিধানসভা উপনির্বাচনে।

অন্যদিকে মাদারিহাটে বিজেপির প্রার্থী রাহুল লোহারের গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অঞ্চলে ছড়িয়েছে উত্তেজনা ।সিতাইএ ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে, পরে এনিয়ে ভোট কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন  বিজেপি প্রার্থী । মেদিনীপুরে শালবনির সাতপাটিতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে । অঞ্চলের বিজেপি নেতা বাবলু ঘোষ হামলায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। অন্যদিকে মেদিনীপুরের চাঁদরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির নেতাকে গৃহবন্দী করার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভাঙড়ে তৃণমূল কার্যালয়ে আগুন লাগানোরও অভিযোগ উঠেছে । ভাটপাড়ায় দুষ্কৃতিদের গুলিতে প্রাণ হারিয়েছেন তৃণমূল নেতা অশোক সাউ । এপর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ভোট ঘিরে অশান্তির ৪১টি অভিযোগ জমা পড়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!