Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৪

লোকসভা নির্বাচনের আগেই নাকি লাগু হবে সিএএ, গুঞ্জন শুরু দেশ জুড়ে

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভা নির্বাচনের আগেই নাকি লাগু হবে সিএএ, গুঞ্জন শুরু দেশ জুড়ে

লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে চালু হতে পারে “সংশোধিত নাগরিকত্ব আইন” বা  “সিএএ” । লোকসভা নির্বাচনের আগেই তৈরি হবে আইনের ধারা। সংবাদ সংস্থা পিটিআই স্বরাষ্ট্রমন্ত্রকের এক সূত্র উল্লেখ করে এমনই জানিয়েছে। উল্লেখ্য, ২০১৯-এর শেষে সিএএ-তে রাষ্ট্রপতির সিলমোহর পড়লেও বিধি তৈরি হয়নি। তাই এখনও আইনটি কার্যকর করা যায়নি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা জানিয়েছে, সিএএ আইনের ধারা তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই, লোকসভা নির্বাচনের আগেই। আর তার পরই তা কার্যকর করা হতে পারে।

দেশে বেআইনি অনুপ্রবেশ আটকাতে ১৯৫৫ সালে নাগরিকত্ব আইন করা হয়েছিল। ৬৪ বছর পর সেই আইন সংশোধন করে বেআইনি অনুপ্রবেশকারীর সংজ্ঞাটি বদলানো হয়। ১৯৫৫ সালের আইনে ২ নম্বর ধারায় বেআইনি অনুপ্রবেশকারীর সংজ্ঞা দেওয়া হয়েছিল। ২০১৯ সালের সংশোধনীতে ২ নম্বর ধারাটি সংশোধন করে ২(১)বি যুক্ত করা হয়। সেই ধারায় বলা হয়- বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা বেআইনি অনুপ্রবেশকারীর দলে পড়বে না। এই সংশোধনীটি আনার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এই আইন “অসাংবিধানিক” ও “সংবিধানের পরিপন্থী” এই দাবি আন্দোলনকারীদের মুখে মুখে সারা দেশে ছড়িয়ে পড়ে। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করায় কেন্দ্র জানায়, এই আইনটি পুরোপুরি বৈধ ও সাংবিধানিক।

তবে এখনও পর্যন্ত এই আইনের ধারা তৈরি করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রক বারংবার অতিরিক্ত সময় চেয়েছে। একটা সময় গুঞ্জনও শুরু হয় নরেন্দ্র  মোদি সরকার এই সিএএ আইন কার্যকর করতে আর তেমন আগ্রহী নয়। তবে সম্প্রতি অমিত শাহ বাংলা সফরে এসে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সিএএ চালু হবেই, সিএএ দেশের আইন, কারও সাধ্য নেই সিএএ আটকে দেয়। অমিত শাহের এই বক্তব্যের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে লোকসভা নির্বাচনের আগে সারা দেশ জুড়ে সিএএ কার্যকর করার খবর সামনে এলো। স্বরাষ্ট্রমন্ত্রকের ওই সূত্রে জানা গিয়েছে, সিএএ আইনের রুল তৈরি হয়ে গিয়েছে। অনলাইন পোর্টালও প্রস্তুত। এই পুরো প্রক্রিয়াটিই অনলাইন, এবং আবেদনকারীরা মোবাইল ফোন থেকেই আবেদন করতে পারবেন। সেই সঙ্গেই তাঁর দাবি, লোকসভা নির্বাচনের ঘোষণার আগেই চালু হতে পারে সিএএ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!