Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১, ২০২৩

ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচে চাই কমপ্লিমেন্টারি টিকিট, আর্জি বিধানসভা সদস্যদের।বিমানের সঙ্গে বৈঠক সিএবি সভাপতির

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচে চাই কমপ্লিমেন্টারি টিকিট, আর্জি বিধানসভা সদস্যদের।বিমানের সঙ্গে বৈঠক সিএবি সভাপতির

দীর্ঘদিন ধরেই বিশ্বকাপে ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। ২০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টার থেকে টিকিট বিক্রি করতে পারেনি সিএবি। সদস্যদের কোটার টিকিটেও হাত পড়ছে। এই নিয়ে সিএবি–তে বিক্ষোভও দেখিয়েছেন সদস্যরা। এরমধ্যে সিএবি–র সমস্যা আরও বাড়াল বিধানসভা। বিধানসভার সদস্যদের জন্য ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট চেয়েছেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। আর এই নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।

অনুমোদিত ক্লাব সংস্থাগুলির মতো টাকা দিয়ে কোটার টিকিট তুলে নিয়ে যেত বিধানসভার সদস্যরা। তারপর সদস্যরা নিজেদের টিকিট সংগ্রহ করতেন। ইডেনে আগের দুটি ম্যাচে টিকিট পাননি বিধায়করা। এই নিয়ে তাঁরা স্পিকারের কাছে অভিযোগ জানান। বিধায়কদের টিকিট না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সিএবি সভাপতিকে চিঠি দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে বিধানসভা ভবনে স্পিকারের সঙ্গে বৈঠক করতে যান সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।

এদিন স্পিকারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় স্নেহাশিস গাঙ্গুলি। ২৯৩ জন বিধায়কের জন্য টিকিট চেয়েছেন স্পিকার। বৈঠকের পর বিমান বন্দোপাধ্যায় বলেন, ‘‌সিএবি সভাপতির কাছে একটা চিঠি পাঠিয়েছিলাম। বিধান‌সভা ভবনের পাশে ইডেনে বিশ্বকাপের খেলা হচ্ছে। কিন্তু বিধায়কদের কোনও কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হচ্ছে না। সিএবি সভাপতিকে অনুরোধ করেছিলাম, প্রত্যেক বিধায়ককে একটা করে কম্পিমেন্টারি টিকিট দেওয়ার জন্য। এদিন স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে আলোচনা হয়েছে। তিনি কমপ্লিমেন্টারি টিকিটের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।’‌
সিএবি–র কাছ থেকে কমপ্লিমেন্টারি টিকিট পাওয়ার পর বিধানসভা ভবন থেকে বিধায়কদের মধ্যে বিতরণ করা হবে। টিকিট বিতরণের আগে নোটিশ দেওয়া হবে। তবে যা পরিস্থিতি বিধায়কদের টিকিটের ব্যবস্থা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সিএবি–কে। কারণ টিকিট নিয়ে এমনিতেই জেরবার সিএবি। তার ওপর বিধানসভার স্পিকারের টিকিটের চাপ। টিকিট নিয়ে চ্যালেঞ্জের মুখে সিএবি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!