Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১২, ২০২৩

“মেরা যুবা ভারত”, যুবদের জন্য মোদির সরকারের নতুন উদ্যোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
“মেরা যুবা ভারত”, যুবদের জন্য মোদির সরকারের নতুন উদ্যোগ

লোকসভা নির্বাচনের আগে দেশের শাসক যেন কল্পতরু হয়ে উঠে। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর পাঁচ বছর দেশের মানুষের জন্য যা করার কথা তার সবটা কোনও সরকারীই করে উঠতে পারে না। তবে সরকারের মেয়াদ শেষের শেষ প্রান্তে পৌঁছে ক্ষমতাসীন দল উদার হাতে দেশের মানুষের জন্য কাজ শুরু করতে শুরু করে। ২০২৪-এ দেশের সাধারণ নির্বাচন। আর তার আগে দেশের নরেন্দ্র মোদির সরকার জাতীয় যুবনীতি তৈরির সিদ্ধান্তই নিয়েছে। বামপন্থী যুব সংগঠনের দীর্ঘদিনের এটা দাবি ছিল। সেই দাবিকে মান্যতা দিয়েই এবার স্বায়ত্ব শাসিত সংস্থা “মেরা যুবা ভারত” গঠনের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে “মেরা যুবা ভারত” গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। এই সংস্থার মূল লক্ষ্য হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেশের যুবদের যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাঁদের উন্নয়নে কাজ করা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ বাড়ান।

এই সংস্থার কাজ হবে অভিজ্ঞতামূলক শিক্ষার মাধ্যমে যুব নেতৃত্বের দক্ষতাকে আরও উন্নত করা। যুবকদের সামাজিক উদ্ভাবক হিসাবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণের পাশাপাশি তাঁদের আর্থিকভাবে সাবলম্বী করতে উদ্যোগ নেবে এই সংস্থা। যুব নেতৃত্বের উন্নয়নে সরকারের কাছে প্রকল্পের প্রস্তাব দেওয়া। সেইসঙ্গে যুব সম্প্রদায়ের উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে প্রকল্প নেবে সেদিকে নজরদারির মাধ্যমে সময় সময় কেন্দ্রকে রিপোর্ট দেবে এই সংস্থা।

যুবদের জন্য তৈরী হবে ডেটাবেস। সেই ডেটা বেস মারফৎ যুবকদের পরিস্থিতি সহজেই জানতে পারবে কেন্দ্রীয় সরকার। সেইমতো প্রকল্পের পরিকল্পনা করা হবে। এছাড়াও দেশের ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে ফ্রান্স-সহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!