Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৪, ২০২৪

‌কলকাতা লিগের সূচি ঘোষিত, ১৩ জুলাই ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কলকাতা লিগের সূচি ঘোষিত, ১৩ জুলাই ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি

কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ১৩ জুলাই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্যাচের ভেন্যু এখনও ঠিক না হলেও যুবভারতী ক্রীড়াঙ্গনেই এই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। ২৫ জুন লিগ শুরু। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং ও উয়াড়ি।
লিগের আংশিক সূচি ঘোষণা করেছে আইএফএ। ২৫ জুন লিগ শুরু। তিন প্রধানের মধ্যে মহমেডান প্রথম মাঠে নামছে। ৩০ জুন মাঠে নামবে ইস্টবেঙ্গল। ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। ২ জুলাই ব্যারাকপুর স্টেডিয়ামেই মোহনবাগান লিগ অভিযান শুরু করবে ভবানীপুরের বিরুদ্ধে। কলকাতা প্রিমিয়ার লিগে জমকালো উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে আইএফএ–র। তবে প্রথম ম্যাচ নিয়ে আশঙ্কাও রয়েছে। ম্যাচ গড়াপেটার অভিযোগে গতবছর নির্বাসিত করা হয়েছিল উয়াড়ি ও টালিগঞ্জ অগ্রগামীকে। শনিবার নির্বাসন তুলে নেওয়া হয়েছে। দুই দল এত দ্রুত কীভাবে দল গুছিয়ে নেয়, সেটাই দেখার।
আইএফএ যে সূচি ঘোষণা করেছে, তাতে ইস্টবেঙ্গল ও মহমেডানের অধিকাংশ ম্যাচ রয়েছে ঘরের মাঠে। মোহনবাগানের সব ম্যাচই বাইরে। ফলে ঘরের মাঠে খেলা দেখা থেকে বঞ্চিত হবেন মোহনবাগান সমর্থকরা।
আইএফএ যে সূচি ঘোষণা করেছে, তাতে মহমেডানের প্রতিপক্ষ উয়াড়ি (‌২৫ জুন, কিশোরভারতী)‌, খিদিরপুর(‌ ১ জুলাই, মহমেডান‌)‌, কালীঘাট এমএস (‌৫ জুলাই, মহমেডান)‌, আর্মি রেড (‌৯ জুলাই, মহেমেডান)‌, সাদার্ন সমিতি (‌১৪ জুলাই, মহমেডান)‌, ইউনাইটেড স্পোর্টস(‌২০ জুলাই, মহমেডান)‌, পাঠচক্র (‌২৫ জুলাই, মহমেডান)‌।
ইস্টবেঙ্গলের ম্যাচ:‌ টালিগঞ্জ (‌৩০ জুন, ব্যারাকপুর)‌, জর্জ টেলিগ্রাফ, (‌৭ জুলাই, ইস্টবেঙ্গল)‌, মোহনবাগান (‌১৩ জুলাই, মাঠ চূড়ান্ত হয়নি)‌, কাস্টমস (‌১৬ জুলাই, ইস্টবেঙ্গল)‌, রেলওয়ে এফসি (‌২২ জুলাই, ইস্টবেঙ্গল)‌, পুলিস (‌২৬ জুলাই, ইস্টবেঙ্গল)‌।
মোহনবাগানের ম্যাচ:‌ ভবানীপুর (‌ ২ জুলাই, ব্যারাকপুর)‌, রেনবো (‌৬ জুলাই, ব্যারাকপুর)‌, ইস্টবেঙ্গল (‌১৩ জুলাই, মাঠ চূড়ান্ত হয়নি)‌‌, পিয়ারলেস (‌নৈহাটি)‌, পুলিস (‌২৩ জুলাই, কল্যানী)‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!