Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৩

চাকরিপ্রার্থীদের আশ্বাস হাই কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
চাকরিপ্রার্থীদের আশ্বাস হাই কোর্টের

সুপ্রিম কোর্ট রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি বিষয়ক মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়েছে। দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে ৬ মাসের মধ্যে মামলাগুলি নিষ্পত্তির সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা নিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের  দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী। তাঁর আবেদন, আর কতদিন চাকরির দাবিতে এই মানুষগুলো রাস্তায় বসে থাকবেন ? দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হোক, এই মর্মে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে আবেদন জানিয়েছেন চাকরিপ্রার্থীদের আইনজীবী। সূত্রের খবর, প্রধান বিচারপতি তাঁকে আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাই কোর্টেই। পাশাপাশি তদন্ত শেষের এবং মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না, নির্দেশে এমনই জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এছাড়া দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করতে হাই কোর্টের প্রধান বিচারপতির অধীনে বিশেষ বেঞ্চ গঠন করতে হবে বলেও শীর্ষ আদালত নির্দেশ দেয়।

শীর্ষ আদালতের এই নির্দেশকে হাতিয়ার করেই পুজোর ছুটির পর হাই কোর্ট খুলতেই, বৃহস্পতিবার প্রধান বিচারপতির দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ি। তাঁর আবেদন, আর কতদিন চাকরিপ্রার্থীরা এভাবে রাস্তায় বসে আন্দোলন করবেন? দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে মামলার নিষ্পত্তি হোক। তাহলে তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রধান বিচারপতি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আশ্বাস দিয়েছেন, দ্রুতই উচ্চ আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!