Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৪

“আর কতদিন ভর্তি থাকবেন প্রভাবশালী অভিযুক্তরা?”, এসএসকেএমের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
“আর কতদিন ভর্তি থাকবেন প্রভাবশালী অভিযুক্তরা?”, এসএসকেএমের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

জরুরি শারীরিক অসুস্থতা নিয়ে রাজ্যের বহু মানুষ যখন এসএসকেএম হাসপাতালে বেড পায় না, তখন এসএসকেএম হাসপাতাল আটকে কেন  প্রভাবশালী অভিযুক্তরা থাকবে? এই রহস্য উদ্ঘাটনে এসএসকেএমে চিকিৎসাধীন প্রভাবশালীদের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট হলফনামা দিয়ে এসএসকেএম কর্তৃপক্ষকে জানাতে বলল কলকাতা হাই কোর্ট। বর্তমানে কতজন হাই প্রোফাইল ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে, তাঁদের বর্তমান শারীরিক অবস্থা কেমন, আর কতদিন ভর্তি থাকবেন, তা হলফনামা আকারে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ইডি সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় হাইকোর্টে এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। পরে এই এসএসকেএম হাসপাতালের ভূমিকা নিয়ে দুটি জনস্বার্থ মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের দাবি, বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম হাসপাতাল।

ওই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের কাছ থেকে প্রভাবশালী অভিযুক্তদের কতজন এসএসকেএম হাসপাতালে ভর্তি, তাঁদের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট তলব করেন। কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন? তাঁদের কতদিন এবং কী ধরনের চিকিৎসা লাগবে? এই অভিযুক্তদের কতদিন হাসপাতালে থাকতে হবে? হলফনামা আকারে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে এসএসকেএম হাসপাতালকে।

নিয়ম অনুযায়ী জেল থেকে হাসপাতালে আসার পর অভিযুক্তরা সুস্থ হয়ে গেলে তাদের জেলে ফেরত পাঠানো হয়। প্রধান বিচারপতির প্রশ্ন, প্রভাবশালী ব্যক্তিদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা যেতে পারে? শিশুদের জন্য বরাদ্দ বেডে আছেন সুজয়কৃষ্ণ? কেন আছেন? যদিও সরকারি আইনজীবী এদিন কোনও প্রশ্নের জবাব দেননি। “এটা চিকিৎসকরা বলতে পারেন”, বলেই পালটা জানান সরকারি আইনজীবী। আগামী ২৪ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!