- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৯, ২০২৪
ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা আটকে আইএসএফকে মঞ্চ বাঁধার অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জানুয়ারি সভা করতে পারবেন না আইএসএফ। শুক্রবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আইএসএফকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল। শুক্রবার সিঙ্গল বেঞ্চের সেই রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুক্রবার জানিয়ে দিয়েছে, রাস্তা আটকে সভা করতে পারবে না আইএসএফ। তারা কোনও ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকির দল কর্মসূচির আয়োজন করতে পারবে।
প্রসঙ্গত, আইএসএফের প্রতিষ্ঠা দিবসের সভা নিয়ে এর আগে সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছিল, গত বছর রানি রাসমণি রোডে আইএসএফকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ আছে। ওই কর্মসূচির দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত বছরের ঘটনা থেকে আইএসএফ কী শিক্ষা নিয়েছে, হলফনামা দিয়ে আদালতে তা জানাতে বলা হয়।
শুক্রবার আইএসএফের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, ‘‘আপনার মক্কেল জামিনে রয়েছেন। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার পরেও এ বছর সভায় কিছু হবে না, আদালত তা বিশ্বাস করে না।’’
প্রধান বিচারপতি বলেন, ‘‘একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা আমরা জানি। কিন্তু অন্যত্র কর্মসূচি করুন। রাস্তা বন্ধ করে কর্মসূচি নয়। অ্যাম্বুল্যান্স সভার কারণে আটকে থেকে কোনও রোগীর মৃত্যুর হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।’’
ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারলেও সিঙ্গেল বেঞ্চ যা শর্ত দিয়েছিল, তা আইএসএফকে মেনে চলতে হবে বলেও জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।
২১ জানুয়ারি শহরে ম্যারাথন দৌড় রয়েছে। আইএসএফের সভার চেয়ে ম্যারাথন বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে বিচারপতি বলেন, ‘‘গত বার অশান্তি হয়েছিল, এটা স্পষ্ট। তা সভার আগে না পরে হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়। ওই দিন শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথন অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ওই সভার থেকে।’’
আইএসএফকে চার জনের নাম আদালতে জমা দিতে বলা হয়েছে। তাদের সভাকে কেন্দ্র করে কোনও অশান্তি হলে তার জন্য দায়ী থাকতে হবে ওই চার জনকে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে আদালত।
এদিকে শুক্রবার রাজ্য সরকার আইএসএফের ২১ জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায়। রাজ্য সরকারের সমালোচনা করে আইএসএফ নেতা ও ভাঙরের বিধায়ক বলেন, “একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে বানচাল করতে জনগণের টাকায় রাজ্য সরকার আদালতে যাচ্ছে। আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। জনসাধারণ সরকারকে এর জবাব দেবে।”
❤ Support Us