Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৬, ২০২৩

এবারের পুজোও জেলেই কাটবে পার্থর ! শোনামাত্রই পার্থের জামিনের আর্জি পিছিয়ে দিল হাই কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
এবারের পুজোও জেলেই কাটবে পার্থর !  শোনামাত্রই পার্থের জামিনের আর্জি পিছিয়ে দিল হাই কোর্ট

কলকাতা হাই কোর্টে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন পিছিয়ে গেল। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সকালেই শুনানির কথা ছিল ইডি বনাম পার্থের এই মামলাটির। মামলাটি যথাসময়ে শুনানির জন্যও ওঠে। কিন্তু শুনানি শুরু হতে না হতেই পিছিয়ে দেওয়া হয় মামলার তারিখ। আদালত জানিয়ে দেয়, বুধবার নয়, এক মাস পর আগামী ৯ অক্টোবর প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন শুনবে হাই কোর্ট। এর ফলে প্রশ্ন উঠেছে, এবারের দূর্গা পুজোও কী জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে?

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তার করেছিল ইডি। ২৩ জুলাই রাতে গ্রেপ্তার হওয়ার ১৩ মাস পর জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ইডি সেই জামিনের আর্জির বিরোধিতা করে পাল্টা আবেদন করে হাইকোর্টে। বুধবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মামলাটি শুনানির জন্য ওঠার পরেই ইডি শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করে বিচারপতির কাছে। আদালত সেই আবেদনে সাড়াও দেয়। বিচারপতি জানিয়ে দেন আগামী ৯ অক্টোবর শুনানি হবে পার্থর জামিনের মামলার। তাই প্রেসিডেন্সি জেলেই আপাতত থাকতে হবে পার্থকে। প্রসঙ্গত, অক্টোবরে দুর্গাপুজো। ১৯ অক্টোবর পঞ্চমী। ১৪ অক্টোবর দেবীপক্ষের সূচনা। তার ঠিক পাঁচ দিন আগেই শুনানি হবে পার্থের জামিনের মামলার। প্রসঙ্গত, গত বছরের পুজো জেলেই কেটেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!