- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২১, ২০২৩
রাজ্যে প্রয়োজন সিবিআই থানা, অভিমত বিচারপতি অভিজিৎ এর
রাজ্য সহযোগিতা করেনি। রাজ্যে এবার সিবিআই থানা চায় কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার আলিপুরদুয়ার সমবায় সমিতির আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন রয়েছে। অন্তত চার-পাঁচটি সিবিআই থানা গঠনের প্রয়োজন রয়েছে।
আলিপুরদুয়ার সমবায় সমিতির আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে হলফনামা দিয়ে জানানো হয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সেখানেও ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। সে কারণেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানা হয়নি। এবার তারা সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানবেন। তার প্রেক্ষিতেই উষ্মাপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ইন্সপেক্টর, কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে। তাঁর আরও মন্তব্য, ”নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে। মানুষ পুলিশ, আদালতে ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন। তবু অভিযোগ গ্রহণ করা হচ্ছে না।”
❤ Support Us