- দে । শ
- সেপ্টেম্বর ২৯, ২০২৩
নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে ইডির সহকারী ডিরেক্টরকে সরিয়ে দিলেন বিচারপতি, ৩ অক্টোবরের তদন্তপর্বে যাতে কোনও বিঘ্ন না হয় তা নিশ্চিত করতে ইডিকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃত সিনহা

নিয়োগ দুর্নীতি মামলা থেকে ইডির তদন্তকারী অফিসারকে সরতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা, বললেন, ৩ অক্টোবরের তদন্ত কোনও ভাবেই যেন ব্যাহত না হয়, তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ নিতে পারবে ইডি। এদিকে ওই দিনই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। অভিষেক আগেই জানিয়েছেন তিনি ৩ অক্টোবর দিল্লিতে দলীয় কর্মসূচিতে থাকছেন।
শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র সহকারী ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি ওমটির সিনহা। এমন কি বাংলায় কোনও তদন্তও করতে পারবেন না এই ইডি আধিকারিক। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার নির্দেশ দিয়েছেন, আগামী ৩ অক্টোবর অনুসন্ধান পর্ব যেন কোনও ভাবেই বিঘ্নিত না হয়। প্রসঙ্গত ওই দিন অভিষেককে ইডি তলব করেছে এবং অভিষেক জানিয়েছেন তিনি ৩ অক্টোবর ইডি-র হাজিরায় জাবেন না, তাঁর ঐদিন কর্মসূচি রয়েছে। পৃথিবীর কোনও শক্তি তাঁকে আটকাতে পারবে না। পারলে আটকে দেখাক।
শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা এই মামলার শুনানিতে ইডিকে ভর্ৎসনা করে বলেন, আত্মবিশ্বাসের অভাব! এর পরেই ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিংহ। নির্দেশ দিলেন, রাজ্যের কোনও মামলায় থাকতে পারবেন না মিথিলেশ কুমার মিশ্র। ইডির ডিরেক্টরকে অমৃতা সিনহার নির্দেশ, দ্রুত নতুন অফিসার নিয়োগ করা হোক। ৩ অক্টোবরের তদন্ত নিয়ে উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করতে বলতে হবে। অমৃতা সিনহা বলেন, আদালত ইডির আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে।
প্রসঙ্গত ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। অভিষেক যদিও বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি যাচ্ছেন না। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন, ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ নিতে পারবে ইডি।
এদিন বিশেষ তদন্তকারী দল বা সিট-এর মিথিলেশের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, ‘‘আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান? এটা কি পোস্ট অফিস? কেউ কিছু দিল, এসে প্রকাশ করলেন! কার কত সম্পত্তি কিছু দেখলেন না?’’ বিচারপতি জানান, ওই সংস্থা প্রথমে কেন তৈরি করা হয়েছিল, তা জানায়নি ইডি। বড় অঙ্কের লেনদেন হয়েছে বলেছে ইডি। কিন্তু সেই লেনদেন নিয়েও কিছু জানায়নি। ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি জানান, ‘টানেলের শেষে’ কবে পৌঁছনো যাবে? তাদের কি কারও সাহায্যের প্রয়োজন?
ইডির তরফে জানানো হয়েছিল, তাদের লোকবল কম। “ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিট”-এর সাহায্যের প্রয়োজন হতে পারে। তবে ইডির আইনজীবী এই নিয়ে বিশদে কিছু বলতে চাননি। তিনি বিচারপতিকে অনুরোধ করে বলেন, ‘‘একটু সময় দিন। ইডির ডিরেক্টরের সঙ্গে কথা বলে জানাচ্ছি, কার সাহায্য নেওয়া যায়।’’
এবার দেখার আগামী ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি আদালতের নির্দেশ অনুসারে সিজিও কমপ্লেক্সে হাজির করতে আলাদা কোনও পদক্ষেপ নেয় কি না। কেননা বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় বলেছেন, আগামী ৩ অক্টোবর ইডির অনুসন্ধান পর্ব যেন কোনও ভাবেই বিঘ্নিত না হয়। তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ নিতে পারবে ইডি।
❤ Support Us