Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৯, ২০২৩

নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় অভিষেকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কী ? ইডির কাছে ১৪ সেপ্টেম্বর রিপোর্ট চাইলেন বিচারপতি অমৃতা সিনহা

আরম্ভ ওয়েব ডেস্ক
নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় অভিষেকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কী ? ইডির কাছে ১৪ সেপ্টেম্বর রিপোর্ট চাইলেন বিচারপতি অমৃতা সিনহা

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে কতটা অগ্রগতি হয়েছে, ইডির কাছে সেই বিষয়ে জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এক বার সমন পাঠিয়ে কেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর  তলব করা হয়নি, সেই প্রশ্নও তোলেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ১৪ সেপ্টেম্বর ইডিকে রিপোর্ট দিয়ে অভিষেকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানাতে হবে। মঙ্গলবার ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে রিপোর্ট পেশ করেছে তাতে সন্তুষ্ট নন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে সিট গঠন করা হয়েছে, সেই সিট-ই পুর-নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে বলে মঙ্গলবার বিচারপতি অম্রিত সিনহা নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, দুই নিয়োগ দুর্নীতি মামলার বিষয়ে একাধিক  মিল থাকার জন্য, তাছাড়া প্রাথমিক নিয়োগ দুর্নীতি এবং পুর-নিয়োগ দুর্নীতিতে একই লোকজন জড়িত, তাই এই মামলা একই সিট-এর তত্ত্বাবধানে হবে। এদিকে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে ইডির তরফে জানানো হয়েছে লিপ্‌স এন্ড বাউন্ডস কোম্পানির সিইও এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আছেন। এদিন বিচারপতি সিনহা জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কোবকে দিলেও তাঁকে ইডি জেরা করতে পারবে না সেটা কোথাও বলা হয়নি, তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি গেরা করছে না? এর পরেই বিচারপতি অমৃতা সিনহা বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর ইডিকে রিপোর্ট দিয়ে অভিষেকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানাতে হবে।

এদিকে ইডির ২৩ অগস্টের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘লিপ্‌স এন্ড বাউন্ডস’ কোম্পানির ডিরেক্টর সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ওই কোম্পানির সিইও হিসাবে উল্লেখ রয়েছে তৃণমূল সাংসদ অভিষেকের নাম। প্রসঙ্গত, অভিষেক আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফেরার পরের দিনই ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালায়। যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থাটিকে ‘আমার সংস্থা’ বলে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। যদিও নির্বাচনী হলফনামায় ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর কোনও উল্লেখ ছিল না।

মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সংস্থার মারফত কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু সেই বিষয়ে অভিষেককে এক বার তলব করা হলেও কেন আর তলব করা হয়নি? নিয়োগ মামলায় ‘লিপ্‌স এন্ড বাউন্ডস’ সংস্থার ডিরেক্টর সুজয়কৃষ্ণ গ্রেফতার হয়েছেন। কিন্তু কোম্পানির সিইও-র বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে তা জানাতে হবে ইডিকে, নির্দেশ বিচারপতি সিন্‌হার।

সোমবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন, মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানান, ‘লিপ্‌স এন্ড বাউন্ডস’ সংস্থার ডিরেক্টর সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছে ইডি। কিন্তু ইডির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিষেক এখনও কোম্পানির সিইও। তাঁকে এক বার তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি এ-ও জানান, অভিষেক এই মামলা থেকে নিষ্কৃতি পেতে মামলা করেছেন। ওই মামলার শুনানিও শেষ হয়েছে। কিন্তু রায় ঘোষণা বাকি। তাই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না।

তবে এই প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, ‘‘কড়া পদক্ষেপ নয় মানে কি? তার মানে কি তদন্ত বন্ধ করে দেবেন? সুজয়কৃষ্ণ গ্রেফতার হলে কোম্পানির সিইও-র বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে? কেন আপনারা আবার তলব করতে পারছেন না?’’

এর পর ইডির আইনজীবী জানান, তদন্তের প্রয়োজনে অভিষেককে আবার তলব করা হবে। বিচারপতি সিনহার মন্তব্য, এত দিন ধরে মামলা বিচারাধীন রয়েছে। তদন্তের প্রয়োজনে এর আগে কেন তলব করেননি? এখন বলছেন করবেন? এটা কি তদন্ত হচ্ছে?’’

ঘটনাচক্রে, কয়েক দিন আগেই ইডি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে অভিষেককে ওই সংস্থার ‘সিইও’ হিসাবে উল্লেখ করেছে তারা। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় সেই প্রসঙ্গই উঠে এসেছে। অভিষেকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কী, তা-ও জানতে চাইলেন বিচারপতি।

এদিকে এই প্রসঙ্গে বিরোধীরা দাবি করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে প্রার্থী হওয়ার সময় হলফনামা জমা দিয়েছেন তখন তিনি তাতে উল্লেখ করেননি তিনি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সিইও। তাহলে তিনি একজন সাংসদ হয়ে কি করে আর একটি সংস্থা থেকে য়য় করেন? আর ফলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজ হবে না? কেননা সোমবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থাটিকে ‘আমার সংস্থা’ বলে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!