- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৫, ২০২৪
হাইকোর্টে রাজ্যপালের বিরুদ্ধে মানহানি মামলার শুনানি শেষ, ‘অঘোষিত’ পরবর্তী শুনানির দিন

হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সে মামলার শুনানি শেষ হল। তবে রায়দান আপাতত স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দিয়েছেন।
শুনানিতে রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানিয়েছেন,মহিলারা রাজভবনে যেতে ভয় পান — এহেন বক্তব্য বিদ্বেষমূলক। তাঁর মতে এই মন্তব্যের জেরে রাজ্যপালের মানহানি হয়েছে। কারণ কোন কোন মহিলা রাজভবনে যেতে ভয় পান এবং কেন পান, সেরকম কোনও তথ্য কারোর কাছে নেই। তিনি বলেন, বিভিন্ন বিল নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল । তাই আনন্দ বোসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করা হয়েছে । সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যাবেন না , তা তিনি জানাননি। পাশাপাশি ধীরাজ ত্রিবেদী বলেন যে, দুই নির্বাচিত বিধায়ক শপথ নেবেন এটাই স্বাভাবিক। এটি প্রশাসনিক কাজকর্মের মধ্যে পড়ে । সেখানে অন্য বিষয় কেন জুড়ে দেওয়া হল , তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপালের আইনজীবী।
মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য কখনও মানহানিকর নয়। তবে এক্ষেত্রে যদি সম্মানহানি হয়ে থাকে তবে অন্তর্বর্তী নির্দেশ জারির প্রয়োজন নেই। মূল অভিযোগ সত্য বলে প্রমাণ হলে তা সর্বসাধারণের সম্মুখে আনা উচিত। মুখ্যমন্ত্রীর আইনজীবী আরও বলেন, রাজভবনে যা ঘটেছে , তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সে নিয়ে রাজ্যপাল কোথাও চ্যালেঞ্জ করেননি। তাঁর কথায়, একজন জনপ্রতিনিধিরূপে বাক স্বাধীনতার অধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী।
দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর শুনানি মুলতুবি রেখেছেন বিচারপতি কৃষ্ণা রাও। তাঁর কোনও পর্যবেক্ষণ এমনকি অন্তর্বর্তী আদেশও দেননি তিনি। মামলার পরবর্তী শুনানি কবে হবে তাও জানাননি বিচারপতি রাও।
❤ Support Us