Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১০, ২০২৪

সন্দেশখালির তদন্তে সিবিআই, সহায়তা করবে রাজ্য পুলিশ। এলাকায় সিসিটিভি, আলোর ব্যবস্থার করার নির্দেশ দিল হাইকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালির তদন্তে সিবিআই, সহায়তা করবে রাজ্য পুলিশ। এলাকায় সিসিটিভি, আলোর ব্যবস্থার করার নির্দেশ দিল হাইকোর্ট

সন্দেশখালির ঘটনার তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের । বুধবার থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজ শুরু করার কথা বলা হয়েছে । আদালত জানিয়েছে, নতুন আইডি তৈরি করে সন্দেশখালির ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে । জমি দখল, শ্লীলতাহানি , চাষের জমি ভেড়িতে পরিবর্তন করা-সহ সমস্ত অভিযোগই সেখানে করা যাবে । আদালতের নজরদারিতে হবে তদন্ত । সিবিআইকে সাহায্য করবে রাজ্য প্রশাসন । পাশাপাশি স্পর্শকাতর এলাকায় সিসিটিভি এবং আলোর ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যকে ।

সন্দেশখালি নিয়ে কলকাতা হাই কোর্টে মোট পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল । সেই মামলাগুলির শুনানি হয় হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ এবং জনজাতির জমি কেড়ে নেওয়ার যে বিভিন্ন অভিযোগ উঠেছে, তার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতিকে নিয়ে কমিশন গড়ার আর্জি জানিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল । এই বিষয়ে আজ কলকাতা আদালতের প্রধান বিচারপতি বলেন, যেহেতু সিবিআই এই মামলায় ইতিমধ্যেই যুক্ত, তাই তারাই তদন্ত করতে পারবে । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, সবদিক পর্যালোচনা করেই, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে এই কাজের দায়িত্ব দেওয়া হল । তাদের কাজে রাজ্যকে সহায়তা করারও নির্দেশ দেওয়া হয়েছে । আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি । সিবিআই-কে ১৫ দিনের মধ্যে সন্দেশখালি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত ।

সন্দেশখালির ঘটনার তদন্তের জন্য নতুন তৈরি করা মেল আইডিতে সরাসরি নারী নির্যাতন, জমি দখলের অভিযোগ জানাতে পারবেন যে কেউ । প্রয়োজনে যে কোনও ব্যক্তি, সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, পুলিশ, সহ যে কোনও ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ এবং মতামত নিতে পারবে সিবিআই । ওইসব অভিযোগ খতিয়ে দেখেই আদালতের কাছে রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । অভিযোগ জানানোর নতুন মেল আইডি সম্বন্ধে যাতে স্থানীয়রা সবাই জানতে পারে, সেজন্য তা প্রচার করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!