- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ১০, ২০২৪
সন্দেশখালির তদন্তে সিবিআই, সহায়তা করবে রাজ্য পুলিশ। এলাকায় সিসিটিভি, আলোর ব্যবস্থার করার নির্দেশ দিল হাইকোর্ট

সন্দেশখালির ঘটনার তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের । বুধবার থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজ শুরু করার কথা বলা হয়েছে । আদালত জানিয়েছে, নতুন আইডি তৈরি করে সন্দেশখালির ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে । জমি দখল, শ্লীলতাহানি , চাষের জমি ভেড়িতে পরিবর্তন করা-সহ সমস্ত অভিযোগই সেখানে করা যাবে । আদালতের নজরদারিতে হবে তদন্ত । সিবিআইকে সাহায্য করবে রাজ্য প্রশাসন । পাশাপাশি স্পর্শকাতর এলাকায় সিসিটিভি এবং আলোর ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যকে ।
সন্দেশখালি নিয়ে কলকাতা হাই কোর্টে মোট পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল । সেই মামলাগুলির শুনানি হয় হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।
সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ এবং জনজাতির জমি কেড়ে নেওয়ার যে বিভিন্ন অভিযোগ উঠেছে, তার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতিকে নিয়ে কমিশন গড়ার আর্জি জানিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল । এই বিষয়ে আজ কলকাতা আদালতের প্রধান বিচারপতি বলেন, যেহেতু সিবিআই এই মামলায় ইতিমধ্যেই যুক্ত, তাই তারাই তদন্ত করতে পারবে । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, সবদিক পর্যালোচনা করেই, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে এই কাজের দায়িত্ব দেওয়া হল । তাদের কাজে রাজ্যকে সহায়তা করারও নির্দেশ দেওয়া হয়েছে । আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি । সিবিআই-কে ১৫ দিনের মধ্যে সন্দেশখালি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত ।
সন্দেশখালির ঘটনার তদন্তের জন্য নতুন তৈরি করা মেল আইডিতে সরাসরি নারী নির্যাতন, জমি দখলের অভিযোগ জানাতে পারবেন যে কেউ । প্রয়োজনে যে কোনও ব্যক্তি, সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, পুলিশ, সহ যে কোনও ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ এবং মতামত নিতে পারবে সিবিআই । ওইসব অভিযোগ খতিয়ে দেখেই আদালতের কাছে রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । অভিযোগ জানানোর নতুন মেল আইডি সম্বন্ধে যাতে স্থানীয়রা সবাই জানতে পারে, সেজন্য তা প্রচার করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট ।
❤ Support Us